সর্বশক্তিমান কখনই সমাধান ছাড়া সমস্যা দেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আমাদের সমস্যা হল যে, আমরা নিজেদের একসাথে অনেক কিছু নিয়ে চাপ দেই। আমরা ভুলে যাই যে সর্বশক্তিমান কখনই সমাধান ছাড়া সমস্যা দেন না। ধৈর্য ধরুন এবং আপনি দেখতে পাবেন যে জিনিসগুলি শেষ পর্যন্ত জায়গায় এসে যাচ্ছে।

দুই. খ্যাতি একটি দ্বি-ধারি তলোয়ার। অনেকেই এটি পরিচালনা করতে পারেন না। এটি বাস্তবের সাথে মিললে, আপনি ভাল থাকবেন। এর কাছে যদি আপনার মাথা পেতে দেন, তবে এটি সমস্যার সৃষ্টি করতে পারে! তখন অহংকার ও ঔদ্ধ্যত্ব চলে আসবে। আপনি অন্য এক ব্যক্তিতে পরিণত হয়ে নিঃশেষ হতে পারেন! এটি সর্বশক্তিমানের পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন!

তিন. এমন কিছু লোক আছেন যারা আপনি কি বললেন বা কি করলেন তা নির্বিশেষে আপনাকে ভুল বুঝবে। তারাই শুধুমাত্র আপনার এই ভ্রমণের উদ্দেশ্য নয়। মনে রাখবেন, আপনি নিজের উদ্দেশ্যটিই পূরণ করছেন, তাদের উদ্দেশ্য নয়। সুতরাং এটি ভিন্ন এক পথের জন্য আহ্বান জানায়। আপনি উদ্বিগ্ন হবেন না। সর্বশক্তিমান এমন লোকদের আপনার পথে প্রেরণ করবেন যাদের আপনার জীবনে আসার দরকার!

পূনশ্চঃ

এক. আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান, আমাকে জিজ্ঞাসা করুন। অন্যদের জিজ্ঞাসা করবেন না। তারা আমি নই। তারা আমার অবস্থার মধ্য দিয়ে যায়নি এবং আসল আমাকে তারা জানে না।

দুই. একেবারে নিখুঁত হওয়ার জন্য মরিয়া হবেন না। আমরা সবাই পুরোপুরি অসম্পূর্ণ । একটি কাজ এগিয়ে চলছে। এতে আপনার সেরাটা শুধু করুন এবং বাকিটা সর্বশক্তিমানের উপর ছেড়ে দিন।

তিন. সর্বশক্তিমান অন্যদের জন্য যা করেছেন, তিনি আপনার জন্যও তা করতে পারেন। যখন তিনি অন্যদের জন্য কিছু করেন তখন বিচলিত হবেন না এবং ঈর্ষান্বিত হবেন না। আপনাকে তাঁর পরিকল্পনা বুঝতে হবে। অন্যদের বিজয় উদযাপন করুন, তাদের জন্য খুশি হন এবং তিনি আপনাকে আরও বেশি দেবেন, কারণ আপনি ধৈর্যশীল ছিলেন।

চার. যদি আপনি চান যে সর্বশক্তিমান আপনার প্রার্থনার জবাব দিন, তবে আপনি শুরুতে যেমন উৎসাহ এবং আবেগ দিয়ে তা করেছিলেন সেভাবে চালিয়ে যান। আপনি আপনার অন্তরকে যেভাবে স্নিগ্ধ করতে চান তা পেতে বিলম্ব হবে না। তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তবে আপনাকে সর্বোতভাবে বিশ্বাসি হতে হবে!

পাঁচ. অন্যের ভালো চিন্তা করুন। অন্যের কাজ সম্পর্কে প্রশ্ন করা এবং সন্দেহ করা এখন সাধারণ বিষয় হয়ে গেছে। সেই মানসিকতা থেকে মুক্তি নিন। ভালো চরিত্র গঠন করুন।

ছয়. আত্মতুষ্টতা থেকে সাবধান থাকুন। কখনো মনে করবেন না, যিনি বিশ্বাস বজায় রাখার জন্য সংগ্রাম করছেন তার চেয়ে আপনি আধ্যাত্মিকভাবে আরো ভালো আছেন। সর্বশক্তিমান,আমাদের অবিচল রাখুন।

দ্রষ্টব্যঃ

হে নবী আপনি বলে দিন! আকাশ ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েবের সংবাদ জানে না এবং তারা জানে না যে, কখন পুনরুত্থিত হবে। (সূরা নামলঃ ৬৫)

তিনি অদৃশ্য সম্পর্কে সম্যকভাবে পরিজ্ঞাত। তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না- তাঁর মনোনীত রাসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন।(সূরা জিনঃ ২৬-২৭)

তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাতকে দিন দিয়ে আচ্ছাদিত করেন এবং দিনকে রাত দিয়ে আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন। প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। (সূরা যুমারঃ ৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *