অবশেষে মুক্তি পেলেন আল্লামা মামুনুল হক

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার (৩ মে ২০২৪) দুপুরে মুক্তিলাভ করেছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লামার মুক্তি লাভের খবর পেয়ে হাজার হাজার মানুষ কারাগারের সামনে ভিড় করে ছিলেন। কিন্তু প্রশাসনের নাটকীয়তায় তিনি আটকে যান। হতাশ হয়ে ফিরে যান স্বজন ও সমর্থকেরা।

আজ আল্লামা মামুনুল হকের মুক্তির পর বাংলাদেশে ইসলামী জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে। আল্লামার ছেলে মাওলানা যিমামুল হক তার বাবার ‍মুক্তির বিষয়ে ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ। তার ভাগিনা জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষক মাওলানা ইহসানুল হক লিখেছেন, শাইখুল হাদীস মুক্ত পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। এরপরই দেশে-বিদেশে প্রচারিত ভিডিওতে দেখা গেল- স্বজনদের সাথে কারাফটক থেকে বেরিয়ে আসছেন আল্লামা মামুনুল হক।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট থেকে আল্লামা মামুনুল হককে অবরুদ্ধ করে ছাত্রলীগ-যুবলীগ। খবর পয়ে পুলিশ গিয়ে থানায় নিয়ে যেতে চাইলে হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা রিসোর্ট থেকে তাকে ছিনিয়ে আনেন। ওই ঘটনার ১৫ দিন পর আল্লামা মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *