নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব নিলেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

লিয়াকত শাহ ফরিদী একজন চিন্তক, সাংবাদিক ও শিক্ষাবিদ। বৃহস্পতিবার (২ মে ২০২৪) তিনি নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিপূর্বে বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সেখানে অনেক দক্ষতা ও সাফল্য দেখিয়েছেন।

বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন সাংবাদিক মহিউদ্দিন শীরু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ ডিগ্রিধারী শীরু ভাই ছিলেন একাধারে লেখক, শিক্ষাবিদ ও সংগঠক। তবে সার্বজনীন ভাবে সাংবাদিক হিসেবেই পরিচিতি লাভ করেছিলেন। সিলেট প্রেসক্লাবে আমি ও ফরিদী যখন সদস্য হই, তখন শীরু ভাই ছিলেন সাধারণ সম্পাদক। বর্ণিল জীবন বোধের অধিকারী মহিউদ্দিন শীরু বহুমাত্রিক গুণ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি আমাদের খুবই স্নেহ করতেন। শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ত হতে উৎসাহিত করতেন।

তখন একই জানালা দিয়েই আমরা জগৎ দেখেছি। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষাঙ্গনে অবদান রাখতে চেয়েছি। ১৯৯৩ সালে প্রতিষ্ঠা লগ্নে লিয়াকত শাহ ফরিদী বালাগঞ্জ কলেজে যোগ দিলেন। আমি ১৯৯৬ সালে সিলেটে ইংরেজি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করি।

আমার শিক্ষা কার্যক্রম, পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি অবহিত হয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন শহরের জিন্দাবাজার কাজী ম্যানশনের সত্তাধিকার ও এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী এনাম উদ্দিন আহমদ। তিনি তার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী কয়সর জাহান-সহ আরো ক‘জনকে সাথে রাখার অনুরোধ করেন। এভাবে আস্তে আস্তে আমাদের আরো বন্ধুরা সম্পৃক্ত হন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বিবিআইএস)। প্রথম বছরেই জিসিএসই পর্যন্ত ক্লাস চালু হয় এবং ব্রিটিশ কাউন্সিলে ৯০+ মার্ক করেছে আমাদের শিক্ষার্থী। প্রতিষ্ঠাতা রেক্টর হিসেবে এটা ছিল আমার জন্য সত্যিই আনন্দের ও সৌভাগ্যের। বিবিআইএস এখন নিজস্ব ক্যাম্পাস সম্বলিত খ্যাতিমান কলেজে রূপ লাভ করেছে।

এদিকে ২০১১ সালে লিয়াকত শাহ ফরিদী ভাইস-প্রিন্সিপাল হয়ে বালাগঞ্জ কলেজের প্রশাসনিক ক্ষেত্রেও নান্দনিক সৌকর্য সৃষ্টি করেছেন। ২০১৩ সালে প্রিন্সিপাল হিসেবে উন্নীত হয়ে শীরু ভাই’র সার্থক উত্তরাধিকারী হলেন। ২০১৮ সালে কলেজটি সরকারি হওয়ার পরও তিনি সেখানে অধ্যক্ষ ছিলেন। সে হিসেব বালাগঞ্জ সরকারি কলেজের তিনি হলেন প্রথম অধ্যক্ষ।

ফরিদী সাংবাদিকতার ক্ষেত্রেও শীরু ভাই’র সাপ্তাহিক গ্রাম সুরমায় যুক্ত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যোগ্যতার সাথে সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক যুগভেরী, আজকের সিলেট ও দৈনিক সবুজ সিলেট স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৭ ডেইলি সিলেট ডটকম’র সম্পাদক, ২০১৭ থেকে ২০১৮ দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক ছিলেন।

বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও ব্যুরো চিফ লিয়াকত শাহ ফরিদী ১৯৯৩-১৯৯৭ সালে দৈনিক বাংলা, ১৯৯৮ সালে দৈনিক মানবজমিন, ১৯৯৯ সালে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ১৯৯৯-২০০৪ সালে দৈনিক যুগান্তর, ২০০৫-২০১০ সালে দৈনিক সমকাল, ২০১১-২০১২ সালে দ্য ইন্ডিপেন্ডেন্ট, ২০১২-২০১৪ সালে দৈনিক বর্তমান সিলেট-সহ অনেক জাতীয় দৈনিকে প্রতিনিধি বা ব্যুরো চিফ হিসেবে কাজ করেছেন। মাঝে মধ্যে দুর্দান্ত রিপোর্ট করে জাতীয়ভাবে খ্যাতি কুড়িয়েছেন। লোকসংস্কৃতি গবেষণা ও কাব্যচর্চায় নিবেদিতপ্রাণ ফরিদী এক সময় সাহিত্যের ছোটকাগজ নির্ব্যাজ সম্পাদনা করেছেন।

একজন ভালো সংগঠক হিসেবে লিয়াকত শাহ ফরিদী সাংবাদিকতার নৈতিকতা ও মানদণ্ড রক্ষায় বিশেষ অবদান রেখেছেন। তিনি সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার ‘এথিকস’ মানা এবং ক্লাব সদস্যদের নৈতিকতা বিরোধী কাজ থেকে বিরত রাখার ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন।

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ফকিরাবাদ গ্রামে শাহ ইরফান আলী ও বেগম সালেহা খানের গর্বিত সন্তান লিয়াকত শাহ ফরিদী একজন শান্ত সৌম মানুষ। চলাফেরায় বেশ পরিপাটি। মুখে সদা হাস্যরস লেগেই থাকে। তার কল্যাণীয়া স্ত্রী সুলতানা রাবিয়া জুবেরী সিলেট সদরের শাহ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। তাদের চার সন্তান যথাক্রমে ফারহীন শাহ ফরিদী রিদি, ফাবলিহা শাহ ফরিদী রিচি, রাফি রাকায়েত শাহ ফরিদী ও রাহি রোবায়েত শাহ ফরিদী।

একজন চিন্তক, সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী বৃহস্পতিবার নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান কালে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে এই যোগদান নর্থইস্ট ইউনিভার্সিটির আগামীকে সমৃদ্ধ করবে এবং পরীক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থায় নতুন মাত্রা সৃষ্টি হবে বলেই আমার বিশ্বাস।

* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *