তিনি এমন কিছু দেখাবেন যা কল্পনাও করেননি মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আশা জীবিত রাখুন। বিশ্বাস করুন যে আপনি যা রেখে গেছেন তার চেয়ে আপনার সামনে যা আছে তা অনেক ভাল। সর্বশক্তিমান সম্পর্কে ভাল চিন্তা করুন এবং আপনি আপনার চোখের সামনে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন। তিনি আপনাকে এমন কিছু দেখাবেন যা আপনি কল্পনাও করেননি। তিনি পারবেন এবং তিনি করবেন।

দুই. যে কোন কিছুতে খুব দ্রুত ঝাঁপিয়ে পড়বেন না। সব সময় যে কোনও পরিস্থিতি মূল্যায়ন ও পুন:মূল্যায়ন করুন। কখন জড়িত থাকতে হবে এবং কখন ছাড় দিতে হবে তা জানুন। কিছু জিনিস আপনার সময় ও শক্তি ব্যয়ের জন্য মূল্য বহন করে না। আমাদের চারপাশে অনেক কিছুই চলছে এবং অন্যের নাটকেও নিজেকে যুক্ত করে ফেলা সহজ। তবে ভেবে চিন্তে পদক্ষেপ নিন।

পূনশ্চঃ

এক. আপনি যদি সম্পদের আশীর্বাদপ্রাপ্ত হন তবে তা বিজ্ঞতার সাথে ব্যবহার করুন। আপনি ঈর্ষান্বিত হতে পারেন কিন্তু আপনি যা করতে পারেন সেসব ভাল কাজ করুন। মহান আল্লাহ আপনাকে এক বিশাল দায়িত্ব দিয়েছেন। এ সুযোগ নষ্ট করবেন না।

দুই. আজ বিশ্বে অনেক লোক তাদের জন্য দাঁড়ায় যারা নিজেদের হিজাবে আবরিত রাখছে, খুব কম লোকই তাদের জন্য দাঁড়ায় যারা নিজেদের অনাবৃত রাখছে। # বিশ্ব হিজাব দিবস #

তিন. আপনি যখন সর্বশক্তিমানের সাথে সেই বিশেষ সংযোগ অর্জন করবেন তখন কিছুই আপনার শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারবে না। আপনি সম্পূর্ণরূপে তাঁর আদেশের কাছে নতি স্বীকার করুন। তিনি আপনাকে এমনভাবে সব কিছু দেবেন যা আপনি কল্পনাও করেননি। তিনি আপনাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করবেন। তিনি আপনাকে সদয় হৃদয় দিয়ে আশীর্বাদ করবেন এবং অন্যদের কাছে আপনাকে প্রিয় করবেন।

চার. আপনি কি আপনার যাত্রায় সামনে এগিয়ে যাওয়া কঠিন মনে করছেন? অতিরিক্ত চিন্তাভাবনা ত্যাগ করুন, ব্যর্থ পরিস্থিতিকে বার বার স্মরণ করা ছেড়ে দিন, নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে দিয়ে সব কিছুর ভাল এবং ইতিবাচক দিকটি দেখতে শুরু করুন। মানসিকতার পরিবর্তন আপনার জন্য কী করতে পারে তা এককথায় বিস্ময়কর। একবার চেষ্টা করে দেখুন এবং দেখবেন আপনার আর ফিরে তাকাতে হবে না।

পাঁচ. চলুন এর মুখোমুখি হই। এটি সত্য যে আমাদের জীবনে আসা সব কিছুকে আমরা পছন্দ করব না। এটি ঠিক যে এ কারণে আমরা মানুষ। সুতরাং ক্ষমাশীল হয়ে লোকদের তাদের পথে যেতে দিন। সংকির্ণ হয়ে উঠবেন না, আর কারো সম্পর্কে কদর্য কথা বলবেন না। পরিণত মানসিকতার পরিচয দিতে হবে। আমাদের সবারই নিজস্ব পছন্দ-অপছন্দ রয়েছে। ভাল অন্তরে এটি গ্রহণ করুন।

দ্রষ্টব্যঃ

(সম্পদ ব্যয়ের ক্ষেত্রে) তোমার হাতকে তোমার গলার সাথে বেঁধে দিও না, আর তা একেবারে প্রসারিত করেও দিওনা, তা করলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। (সূরা বনি ইসরাইল: ২৯)

তোমরা নিজেদের মধ্যে একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন-সম্পদের কিয়দংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকগণকে ঘুষ দিও না। (সুরা বাকারা, আয়াত : ১৮৮)

যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটে আগুন ভক্ষণ করে; তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। (সুরা নিসা, আয়াত : ১০)

মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন-সম্পদ বৃদ্ধি করে না। কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তা-ই বৃদ্ধি পায়, সেটিই সমৃদ্ধিশালী। (সুরা রোম, আয়াত : ৩৯)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *