আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পকর্ম প্রদর্শনী ‘Stitched Collage’

শিল্প-সংস্কৃতি সময় সাহিত্য সাম্প্রতিক
শেয়ার করুন

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘Stitched Collage’।

শিল্পকৌশল হিসেবে কোলাজের বয়স দুই হাজার বছরেরও বেশি। আধুনিক শিল্পধারা বা মডার্ণ আর্টের যুগে পিকাসো, জর্জ ব্রাক, অঁরি মাতিস এবং ভাসিলি কঁদিনিস্কির মতো মহান শিল্পীদের হাতের ছোঁয়ায় ধন্য হয়েছে এই শিল্প। এদের মধ্যে বিশেষ করে কঁদিনিস্কির শিল্পকর্ম ছিল আকৈশোর সুরঞ্জনার বিস্ময়, অনুরাগ ও অনুপ্রেরণার অন্যতম উৎস।

নারায়ণগঞ্জে জন্ম এবং চট্টগ্রাম ও নরসিংদীতে বেড়ে ওঠা সুরঞ্জনার সূচিকর্মের প্রতি আশৈশব ঝোঁক ছিল। সূচিকর্মের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছেন নরসিংদির সরকারি কারিগরি বিদ্যালয় থেকে।

সেই আগ্রহ ও প্রশিক্ষণ কাজে লাগলো প্রায় দুই দশক পর। প্রায় এক যুগ আগে তিনি দুরারোগ্য ডিস্ট্রোফি রোগে আক্রান্ত হন, যার ফলে তার বাম হাত প্রায় অকেজো হয়ে যায়। শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার অন্যতম যন্ত্র হিসেবে ব্যবহৃত কাপড়ের ফালি দিয়ে কোলাজ করতে শুরু করেন। যা সীবিত কোলাজ। মাতিসের করা নীলনারীর কোলাজের একটি অনুলিপি টাঙানো ছিলো শিল্পীর ঘরের দেওয়ালে। এই কোলাজ যখন মাতিস করেন, তখন তিনিও প্রায় অন্ধ- কাকতালীয় সমাপতন, বলা বাহুল্য। এই শিল্পকর্মটি শিল্পী সুরঞ্জনাকে অনুপ্রানিত করে গেছে তার কল্পনাগুলোকে কোলাজের মাধ্যমে সৃষ্টিতে পরিণত করতে।

গত ১৯ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৬ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, সমালোচক মঈনুদ্দিন খালেদ, শিল্পী সৈয়দ ইকবাল, লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। চলবে আগামী ২৭ এপ্রিল, শনিবার পর্যন্ত। প্রদর্শনীর সময় সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *