প্রজন্মের জনপ্রিয় কবি, কথাসাহিত্যিক ও সংগীত গবেষক হক ফারুক। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার দুটি বই ‘সবুজ সন্ন্যাস কাল’ ও ‘গুরু আজম খান’। চার বছর পর প্রকাশিত হক ফারুকের তৃতীয় ও নতুন কবিতার বই ‘সবুজ সন্ন্যাস কাল’। কবিতার পংক্তিতে এই বইয়ে উঠে এসেছে এক আংশিক জীবন ভ্রমণ। যেখানে আছে দ্রোহ, প্রেম, প্রকৃতি, পরিবর্তনের এক অনন্য বয়ান। একটি কবিতার বই হলেও এখানে মূলত তিনটি অংশ। ‘সবুজ’ রোমান্টিকতা, প্রেমের প্রতীক। ‘সন্ন্যাস’ এই শহরে বেড়ে উঠার সময়ে তপস্যা, বোয়েমিয়ানের বয়ান। আর ‘কাল’ মূলত ৯০ এর দশক থেকে এখন পর্যন্ত রাজনৈতিক, সামাজিক, মানবিক পরিবর্তনের ধারক।
গত বছর বইমেলায় হক ফারুক ও মিলু আমান তাদের দীর্ঘ গবেষণা শেষে বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাস নিয়ে আকর গ্রন্থ ‘বাংলার রক মেটাল’ উপহার দিয়েছিলেন। একই বছর লেখকদ্বয়ের সংকলন ও সম্পাদনায় গিটার হিরো নিলয় দাশকে নিয়ে ‘নিলয়দা’ বই প্রকাশ হয়। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলার প্রকাশ হয়েছে বাংলাদেশের ব্যান্ডসংগীতে সবচেয়ে বড় তারকা রকসম্রাট প্রয়াত আজম খানকে নিয়ে জীবনভিত্তিক বই ‘গুরু আজম খান’। হক ফারুক ও মিলু আমান এর সংকলন ও সম্পাদনায় এই বইয়ে স্থান পেয়েছে গুরু আজম খান সতীর্থ মিউজিশিয়ান বন্ধুদের স্মৃতিচারণ।
এই বইয়ের মধ্যে দিয়ে ইতিহাসের পরতে পরতে আজম খানের অনেক অজানা কথা উঠে এসেছে। কিভাবে আজম খান তাঁর সংগীত জীবন শুরু করলেন, কিভাবে মহান মুক্তিযুদ্ধে অংশ নিলেন, স্বাধীনতা লাভের পর কিভাবে শুরু হলো সংগীত নিয়ে নতুন ভাবনা, ফিরোজ সাঁই, আজম খান ও ফেরদৌস ওয়াহিদের একে অপরের সঙ্গে কিভাবে দেখা হলো, কিভাবে তারা ওয়েস্টার্ন মিউজিকে বাংলা গান করার জন্য মিউজিশিয়ানদের খুঁজে পেলেন, কোথায় প্র্যাকটিস করতেন, কিভাবে প্রকাশ হলো তাদের প্রথম রেকর্ড, কি দিয়েছিলেন উচ্চারণ ব্যান্ডের নাম, আজম খানের ক্যারিয়ারের উল্লেখযোগ্য সব কনসার্টের বর্ণনা, কে পাপড়ি?, আজম খানের প্রথম অডিও ক্যাসেট কিভাবে রেকর্ড হলো, আজম খানের জীবনযাপন, সংগীত দর্শন, কিভাবে তিনি নতুন প্রজন্মের ব্যান্ডদের একত্রিত করলেনসহ আরও অনেক বিষয়।
স্মৃতিচারণ অংশে আজম খান নিয়ে লিখেছেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ, ফোয়াদ নাসের বাবু, রকেট, মাকসুদুল হক, আশিকউজ্জামান টুলু, লাবু রহমান, জাহীদ রেজা নূর, কাজী ফায়সাল আহমেদ ও মাহমুদ মানজুর। এতে স্থান পেয়েছে আজম খানের তিনটি সাক্ষাৎকার। যেগুলো নিয়েছিলেন কবীর সুমন, এরশাদুল হক টিংকু এবং হক ফারুক। বইয়ে আজম খান এর বায়োগ্রাফি লিখেছেন মিলু আমান। রয়েছে আজম খানের সব অ্যালবাম ও গানের পরিচিতি নিয়ে পূর্ণাঙ্গ ডিসকোগ্রাফি। আছে আজম খানের পারিবারিক, মুক্তিযুদ্ধ সময়, কনসার্টসহ দুর্লভ কিছু ছবি নিয়ে ফটো অ্যালবাম।
বইগুলো প্রকাশ হয়েছে আজব প্রকাশ থেকে। ৩০০টাকা মূল্যের ‘সবুজ সন্ন্যাস কাল’ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন সারাজাত সৌম। আর ‘গুরু আজম খান’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সারাজাত সৌম। মূল্য ৫০০টাকা। বইমেলায় ২৫% কমিশনে আজব প্রকাশ এর স্টল থেকে বইগুলো সংগ্রহ করা যাবে।