এক বক্সে ‘লজিক লাবু’ সিরিজের পুরো সেট

গল্প-উপন্যাস সময় সাহিত্য সাম্প্রতিক
শেয়ার করুন

কিসমতপুর হাইস্কুলে ‘দুষ্টের শিরোমণি’ খেতাব পাওয়া ছাত্র লাবু। নানান পরিস্থিতিতে যৌক্তিক বাক্যালাপ আর বুদ্ধির ফাঁদে ফেলে অন্যদের নাকানি-চোবানি খাওয়ানোই হচ্ছে তার দুষ্টুমির ধরণ। একারণেই তার নামের আগে যুক্ত হয়েছে লজিক। তবে যুক্তির ফাঁদে ফেলে সবাইকে কেবল নাকালই করে না, বন্ধুদের সাথে নিয়ে অনেক সমস্যার সমাধানও করে সে।

লাবু আর তার বন্ধুদের মজার মজার সব অদ্ভুত কাণ্ড-কারখানা নিয়ে জনপ্রিয় সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব পলাশ মাহবুবের লেখা ‘লজিক লাবু’ সিরিজ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

জনপ্রিয় সিরিজটির মোট প্রকাশিত ৬টি খণ্ড ‘লজিক লাবু’, ‘সিন্দুকের সন্ধানে’, ‘বাবুদের বাজিমাত’, ‘গুপ্তবাবুর গুপ্তধন’, ‘স্বর্ণচুরি রহস্য’ এবং ‘বিদ্যাসাগরে বুদ্ধির জয়’ এখন একসাথেই পাওয়া যাচ্ছে সুদৃশ্য বক্সে।

শিশু-কিশোরদের গল্পের বইয়ের আবদার মেটাতে কিংবা বিশেষ দিনে চমকে দিতে দারুণ উপায় হতে পারে বাক্সভর্তি ‘লজিক লাবু’।

এছাড়াও বইমেলায় পাওয়া যাচ্ছে পলাশ মাহবুবের কিশোর উপন্যাস ‘প্রতি মঙ্গলবার আমরা বই ছাড়া স্কুলে যাই’। বইটি প্রকাশ করেছে প্রথমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *