জীবনকে সবচেয়ে কম প্রকাশের মধ্যে রাখুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. সবকিছু প্রকাশ ও প্রচারের প্রয়োজন হবে কেন? আপনার জীবনকে সবচেয়ে কম প্রকাশের মধ্যে রাখুন এবং তারা যা কিছু চায় তা তাদের অনুমান করতে দিন; যার প্রায় সবসময় সবকিছু হবে ভুলভাবে।

দুই. জীবন সংক্ষিপ্ত এবং তা হতে পারে অপ্রত্যাশিত। আপনার এটি উপলব্ধি করা দরকার এবং এটি করার পরে আপনি নিজের জন্য যে অযৌক্তিক চাপ তৈরি করছেন তা অনেকটাই অবশেষে ছেড়ে যাবে। সমস্ত নাটক ছেড়ে দেওয়া, ক্ষোভ পরিত্যাগ করা এবং আপনার জীবনে যা আছে তাকে মূল্য দেয়া তখন সহজ হয়ে যাবে!

পূনশ্চঃ

এক. আপনাকে সংশয়ী করতে দেবেন না শয়তানকে। এ বিষয়ে সে বেশ দক্ষ। সন্দেহ আপনার হৃদয় ও মনে অনিশ্চয়তা তৈরি করে। এটি আপনাকে অস্বস্তিকর এবং দিশাহীন বোধ করায়। দৃঢ় করতে হবে আপনার বিশ্বাসকে। আর আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে হবে আপনাকে। সর্বশক্তিমান সর্বদা আপনাকে স্থির রাখতে এবং আপনাকে ট্র্যাকে ফিরিয়ে আনতে সক্রিয় আছেন।

দুই. আশেপাশে বসে গসিপ করে সময় নষ্ট করা এবং অন্যদের বিচার করা অনেকের কাছেই অপরিচিত নয়। তারা ভুলে যায় যে এই ধরনের কাজ একটি পাপ। নিজেকে উন্নত করার জন্য বুদ্ধির সাথে সময় ব্যবহার করুন। মনে রাখবেন, আগামীকাল জীবনে আসবে কাউকে এমন প্রতিশ্রুতি দেওয়া হয় না। তাই আপনার ছোট জীবনকে নষ্ট করবেন না। আপনার অগ্রাধিকার পুনর্বিন্যাস শুরু করুন।

তিন. সর্বশক্তিমান সবচেয়ে প্রজ্ঞাময়। আমরা এখন যা কিছুর মধ্য দিয়ে যাই না কেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে তিনি জানেন আমাদের জন্য কী হবে সেরা। যদিও আমরা আমাদের উদ্বেগ এবং ভয়ের মুখোমুখি হতে লজ্জাবোধ করি, তবে এমন হতে পারে যে আমরা একটি জিনিসকে ঘৃণা করি যা আমাদের জন্য ভাল এবং এমন কিছু কামনা করি যা কেবল আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

চার. আপনি যদি বরকতময় মাসে আপনার কাজটি করতে সক্ষম হন তবে এটি সত্যিই প্রশংসনীয়। রাগ, হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অপবাদ, পরচর্চা, গীবত, অশ্লীল কথা, গালমন্দ এবং আপনার মুখে যা খুশি বলা আবার আপনার জীবনে ফিরে আসতে না দেওয়ার প্রতিশ্রুতি দিন।

পাঁচ. কারও সম্পর্কে তিক্ত হয়ে আপনার দোয়া বন্ধ করবেন না। আপনার হৃদয়ে কৃতজ্ঞতাকে জীবিত রাখুন। সর্বোপরি, আপনি যা চেয়েছিলেন সর্বশক্তিমান তা থেকে আপনাকে আরও বেশি কিছু দিয়েছেন; পথে রয়েছে আরও বাড়তি কিছু। এর স্বীকৃতি দিন কারণ তিনি যে কোনও সময় তা কেড়ে নিতে পারেন। কৃতজ্ঞ থাকলে যা আছে তা আরো বাড়বে!

দ্রষ্টব্যঃ

আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদই আপতিত হয় না এবং কেউ আল্লাহর উপর ঈমান রাখলে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আর আল্লাহ্ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। (সূরা তাগাবুন: ১১)

হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা আলে ইমরান:২০০)

নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হিফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন।’ (সুরা আহজাব:৩৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *