ভারতের আসাম প্রদেশে মুসলমানদের জুমআর নামাজ আদায়ের জন্য প্রচলিত দু’ঘন্টার বিরতি তুলে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, “ভারতের আসাম প্রদেশের বিধানসভার অধিবেশনে মুসলমানদের জুমআর নামাজ আদায়ের জন্য প্রচলিত দু’ঘন্টার বিরতি তুলে দেয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসাম বিধানসভা এ সিদ্ধান্ত গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্তই কার্যকর করল। অথচ আসাম বিধানসভায় বিগত ৯০ বছর যাবৎ মুসলমানদের জুমআর নামাজ আদায়ের জন্য দুই ঘণ্টা বিরতি দেয়ার বিধান চালু রয়েছে। আসাম সরকার সেই বিধান লঙ্ঘন করে মুসলমানদের প্রতি অন্যায় করেছে। আসামের বিধানসভার এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, এ সিদ্ধান্ত গ্রহণ করে মুসলমানদের ধর্মীয় অধিকারে বাধা দিয়ে আসামের বিধান সভা জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের সরকার মানুষের ধর্মীয় অধিকারে বাধা দিতে পারে না। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আসাম বিধান সভার ইসলাম বিদ্বেষী মনোভাব নগ্নভাবে প্রকাশিত হল। আসাম বিধান সভা ইসলামবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আসাম বিধান সভার এ অন্যায়, অগণতান্ত্রিক ও ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি আসাম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐ সিদ্ধান্ত প্রত্যাহারে আসামের সরকারকে বাধ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।” বাসস