মানুষের আচরণ পর্যবেক্ষণ করতে শিখুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. আপনি যে ধরনের সাহচর্য রাখেন সে সম্পর্কে সচেতন হন। আপনি যখন ভুল লোকদের সাথে থাকেন, তারা আপনাকে প্রতিযোগী হিসাবে দেখে। তারা আপনার দিকে ঈর্ষার চোখে তাকায়। কেউ কেউ আপনার পিছনে খারাপ কথা বলে এবং আপনার ব্যর্থতার প্রত্যাশা করে। মানুষের আচরণ পর্যবেক্ষণ করতে শিখুন। সর্বশক্তিমান প্রায়ই সতর্ক সংকেত পাঠান।

দুই. “তারা কী ভাববে?” এ নিয়ে আপনি কি উদ্বিগ্ন? তারা কি আপনার রুটিতে মাখন লাগিয়ে দেয় এবং আপনার বিল দিয়ে দেয়? তাদের কী ভাববার তা তাদের ভাবতে দিন, আপনি তাদের চিন্তার প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি যত তাড়াতাড়ি এটি বুঝতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি তত বেশি ইতিবাচক হবে। অন্যের সন্তোষের জন্য নয়, সর্বশক্তিমানের সন্তুষ্টির জন্য কাজ করুন।

তিন. আপনার হৃদয় যন্ত্রণা ও কষ্ট আর সহ্য করতে পারছে না। আপনি বিপন্ন বোধ করছেন। আপনি একা নন। সর্বশক্তিমান আপনার জন্য যা পরিকল্পনা করেছেন তাতে আপনার ধৈর্য ধারণ করা দরকার। আপনি কত সময় ধরে প্রার্থনা করতে থাকবেন? সেরা সময় সম্পর্কে তিনি সিদ্ধান্ত নেবেন! আপনি যত বেশি ধৈর্যশীল হবেন, আপনার পুরস্কার হবে তত বেশি!

পূনশ্চঃ

এক. আপনার যাই ঘটুক না কেন, সর্বশক্তিমান সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও সবচেয়ে বড় আশীর্বাদ আনতে পারেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে বিশ্বজগতের প্রভুর পক্ষে কোন কিছুই অসম্ভব নয়। ক্রমাগতভাবে তাঁকে অন্বেষণ করুন এবং তিনি আপনার পদক্ষেপগুলি নির্দেশ করবেন। আপনাকে শক্তিশালী করার জন্য তাঁর কাছে চান।

দুই. সবকিছুই অস্থায়ী; কিছুই টিকে থাকে না। আপনি ভ্রমণের মধ্যে আছেন। আপনি এখনও আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাননি। একটি অনন্ত আবাস আপনার জন্য অপেক্ষা করছে। সেটি হলো পরকাল। তাই যা ঘটে তা নিয়ে নিজেকে চাপ দেওয়া ছেড়ে দিন। আপনার সেরাটা করার পরে বাকিটা সর্বশক্তিমানকে দায়িত্ব নিতে দিন।

তিন. একটি ভাল হৃদয়ের চাষ করুন। এজন্য শৃঙ্খলা লাগে। এটা কঠিন কাজ। রাতারাতি এটি ঘটবে না। এটিই হবে এই পৃথিবী এবং এর পরবর্তী সময়ে আপনার সাফল্যের গোপন সূত্র। সব সময় ভাল উদ্দেশ্য রাখুন এবং অন্যের জন্য খুশি হতে শিখুন। ভাল কিছু আপনার পথেও আসবে এবং সর্বশক্তিমান আপনার জন্য আরও দরজা খুলে দেবেন।

চার. সর্বাত্মক চেষ্টা করুন এবং বাকিটা সর্বশক্তিমানের ওপর ছেড়ে দিন। যখন আমরা যা চাই তা যদি না পাই অথবা অন্যের কাছে হেয় অনুভব করি তখন জেনে রাখবেন যে, সর্বশক্তিমানের কাছে আপনার জন্য আরো ভালো পরিকল্পনা রয়েছে।

দ্রষ্টব্য:

নিশ্চয়ই যারা বিশ্বাসী, সত্কর্মপরায়ণ এবং তাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত, তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। উভয় পক্ষের ( জান্নাত ও জাহান্নামবাসী) দৃষ্টান্ত হচ্ছে অন্ধ ও বধির এবং চক্ষুষ্মান ও শ্রবণশক্তিসম্পন্নের মতো। তুলনায় উভয়ে কি সমান? তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? (সুরা : হুদ, আয়াত : ২৩-২৪)

হে নবী! আপনার উম্মতকে মনে করিয়ে দিন, আপনার প্রভু যখন আদমের পিঠে হাত রাখলেন , তখন আদমের সব সন্তানের রুহ একে একে বেরিয়ে এলো। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি তোমার প্রভু নই? তারা সবাই বলল, অবশ্যই! আমরা সাক্ষ্য দিচ্ছি- আপনিই আমাদের একমাত্র প্রভু। এ শপথ এজন্যই নেয়া হয়েছে, যেন মহাবিচারের দিন তোমরা বলতে না পার; এ বিষয়ে আমরা কিছুই জানতাম না। (সুরা আরাফ: ১৭২)

আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।’ এ ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের একটি সাময়িক সৌন্দর্য-শোভা মাত্র। আসলে তো স্থায়িত্ব লাভকারী সৎকাজগুলোই তোমার রবের কাছে ফলাফলের দিক দিয়ে উত্তম এবং এগুলোই উত্তম আশা-আকাঙ্ক্ষা সফল হবার মাধ্যম। (সুরা কাহফ: ৪৫-৪৬)

ভালভাবে জেনে রাখো দুনিয়ার এ জীবন, একটা খেলা, হাসি তামাসা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান-সন্ততি ও অর্থ-সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এর উপমা হচ্ছে, বৃষ্টি হয়ে গেল এবং তার ফলে উৎপন্ন উদ্ভিদরাজি দেখে কৃষক আনন্দে উৎফূল্ল হয়ে উঠলো। তারপর সে ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে, তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয়। পক্ষান্তরে আখেরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। (সূরা হাদীদ: ২০)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *