নতুন টাওয়ার হ্যামলেটস টাউন হলে হাঁটতে হাঁটতে আমি এক গভীর অনুভূতির মধ্যে ডুবে যাই। এটি কেবল একটি ভবন নয়, এটি ইতিহাস। পরিবর্তন এবং কৃতজ্ঞতার প্রতীক। একইভাবে এক সময়ের রয়েল লন্ডন হাসপাতালও এখন আমাদের কমিউনিটির কেন্দ্রস্থল। এটি আমাদের অনেকের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী।
পুরনো ক্যামব্রিজ ওয়ার্ডে আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর অনেক কিছু প্রত্যক্ষ করি। আমার প্রিয় বাবার বিদায় তার অন্যতম। এই প্রাচীন ভবনের দেয়ালে শুধু শোকের গল্পই নয়, নতুন জীবনের আনন্দও গেথে আছে। এখানেই আমার দুই সন্তানের জন্ম হয়েছে। তাদের প্রথম কান্না ও আমাদের আনন্দশ্রু এই দেয়ালে ধ্বনিত হয়।
এটি শুধু ব্যক্তিগত জীবনের অংশ নয়, আমার পেশাগত জীবনও এই ভবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এক সময় আমি এখানে একটি চাকরি খুঁজছিলাম, আশাবাদী হয়ে ভবনটি আমার ক্যারিয়ারের জন্য ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি স্বাস্থ্য পরামর্শক হিসেবে ১৫ বছর কাজ করেছি। হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেছি।
সে সময়েই বার অ্যাট ল’ পেশার জন্য আমি প্রচুর পড়াশোনা করেছি। এক সময় ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করি এবং আইনি পেশায় যুক্ত হই। মহান মাবুদের মেহেরবানীতেেএখন আইনের জগতে সফলতার সাথে কাজ করছি। সেই সাথে সব সময় আমি প্রো-বোনো সার্ভিসের মাধ্যমে কমিউনিটি তথা জনসাধারণের সেবায় নিয়োজিত আছি।
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আমি ২০২২ সালে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই। আমার ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হই। বারায় এটি ছিল সব দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট। এমন একটি সম্মান আমাকে অনেক বেশি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে। আমার এলাকাবাসীর কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং তাদের সেবায় নিয়োজিত থাকতে পেরে বিনয়ের সাথে আনন্দিত।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে আমি জবস, এন্টারপ্রাইজ, স্কিলস অ্যান্ড গ্রোথের জন্য ক্যাবিনেট মেম্বার হিসেবে কাজ করছি। এতে কমিউনিটি সেবায় আমার ক্ষেত্র বা পরিসর আরও বেড়েছে।
আমাদের কর্মবীর নির্বাহী মেয়র লুৎফুর রহমানের উচ্চ দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় নেতৃত্বের ফলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নিজস্ব ভবনটি নতুন রূপ ধারণ করেছে। এক সময়ের হাসপাতাল ভবন আজ বারার প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠেছে। সেবা দানের বিশাল কর্মযজ্ঞ জনগণের আরো কাছে নিয়ে আসা হয়েছে। এই টাউন হল আমাদের অতীতের প্রতি সম্মান দেখিয়ে ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করছে। এই ভবনটি মানুষের জীবনে আমূল পরিবর্তনের প্রতীক হিসেবে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে। শুধু টাওয়ার হ্যামলেটস নয়, গ্রেট বৃটেনের মধ্যে এখন আউটস্ট্যান্ডিং।
এই যাত্রায় আমি গভীর কৃতজ্ঞতা অনুভব করি— এই দেশ এবং কমিউনিটি প্রতি। স্বাস্থ্য পরামর্শক হিসেবে যাত্রা করে আজ সেখানে আমি কাউন্সিলর ও ক্যাবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য আরো মেধা ও শ্রমের ব্যাপারে আল্লাহর সাহায়্য কামনা করি।
হাসপাতাল থেকে টাউন হলে এই রূপান্তর কেবল একটি শারীরিক পরিবর্তন নয়; এটি এটি আমাদের কমিউনিটির শক্তি, সহনশীলতা এবং একতার একটি উদাহরণ। এই ভবনটি ভবিষ্যতের জন্য একটি বাতিঘর হয়ে থাকবে। আশা, যত্ন এবং সেবার প্রতীক হিসেবে টাওয়ার হ্যামলেটসের মানুষদের সেবা করবে। যদি আমরা এই অসাধারণ রূপান্তর উদযাপন করি এবং একসাথে কাজ করি তাহলে টাওয়ার হ্যামলেটস এমন একটি স্থান হয়ে ওঠবে, যেখানে প্রতিটি বাসিন্দা নিজেকে মূল্যবান, সমর্থিত এবং সফল বোধ করবেন।
* মুসতাক আহমদ ব্যারিস্টার অ্যাট ল, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কেবিনেট মেম্বার (জবস্, এন্টারপ্রাইজ, স্কিলস্ এন্ড গ্রোথ)