সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় হামলা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বিবিসি : ইরান ইসরায়েল সংঘাতের চতুর্থ দিনে সোমবার সকালে ইসরায়েলে চালানো ইরানের হামলাকে বলা হচ্ছে এ পর্যন্ত চালানো হামলার মধ্যে সবচেয়ে তীব্র এবং বড় আকারের।

তেল আবিবের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস “সামান্য ক্ষতিগ্রস্ত” হয়েছে।

মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে, তেল আবিবে দূতাবাস ভবনটির আশেপাশে “ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায়” ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান। এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনও সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান জানিয়েছে, “ইসরায়েলের জায়োনিস্ট শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির” অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের রাজনৈতিক ভাষায় ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ বলতে ইসরায়েলকে বোঝানো হয়।

মিজান জানিয়েছে, খোদানাজারের ছেলে ইসমাইল ফিকরি, ১৪০২ সালে মানে ইংরেজি ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন। তিনি এখনও ‘জায়োনিস্ট শাসনব্যবস্থার গুপ্তচর-সন্ত্রাসী সংস্থার’ সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন। তাকে একটি জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

ইসরায়েলে ইরানের হামলার পরের ছবি

সোমবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তোলা ছবিতে দেখা যাচ্ছে, তেল আভিভে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *