বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শৈশবের স্মৃতি-বিজড়িত গ্রামের বাড়িতে ঈদ করেছেন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে তিনি ঈদুল আযহার নামাজ আদায় করেন। সেখানে তাঁকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আলিঙ্গন করেন এলাকাবাসী সাধারণ মানুষ।
জননেতা ডা. শফিকুর রহমান ছোট বেলার প্রিয়জনদের কাছে পেয়ে মুগ্ধ ও আপ্লুত হন। এক আবেগঘন মননশীলতায় অনেকে জড়িয়ে ধরেন তাকে। এরপর এলাকাবাসী সকলের সাথে তিনি ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদের নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ-কুরবানি ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক অন্যায়, জুলুম-নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে।
আমীরে জামায়াত কোরআন ও হাদিসের আলোকে হযরত ইব্রাহীম (আ:) এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ তৈরি হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। পরপর তিনবার মানুষ ভোট দেয়ার কোনো সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সংকট দূর করা খুবই জরুরি।
প্রাণবন্ত এ ঈদ সফরে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম, ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।