পুলিশ কোনোভাবেই ‘কিলার ফোর্স’ হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে আমরা আলোচনা করছি।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে ‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’এর ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে, তা হলো পুলিশের হাতে যেন এমন অস্ত্র না থাকে, যার গুলিতে নিশ্চিত মৃত্যু ঘটে, যেমন- রাইফেল। আমরা এ ধরনের প্রাণঘাতী অস্ত্র পরিহার করবো। অস্ত্রাগার বা ‘আর্মামেন্টেরিয়াম’ নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, পুলিশ কোনও কিলার ফোর্স হতে পারে না। পুলিশের হাতে লিথাল (প্রাণঘাতী) নয়, বরং নন-লিথাল অস্ত্র থাকা উচিত। এটি বৈশ্বিকভাবে সমর্থিত একটি নীতি। শুধুমাত্র বিদ্রোহ বা বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে।