যেকোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে: সিইসি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দিন বলেছেন, যেকোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সুযোগের অভাবে মানুষ ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা তাদের দুঃখ দূর করার লক্ষ্য নিয়েছি। ভোটের অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে, যখন সাধারণ মানুষ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। কারণ, সর্বশেষ হালনাগাদ কর্মসূচিতে নারী ভোটারের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম ছিল। একই সঙ্গে দুই জায়গায় ভোট দেওয়া ভোটারদের বিরুদ্ধেও সতর্ক করেছেন তারা।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ অভিযান চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এবং যোগ্য ভোটারদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ অভিযানের সময় গণনাকারীরা ২০০৮ সালের ১ জানুয়ারি ও তার আগে জন্মগ্রহণকারী যোগ্য ভোটারদের তথ্য সংগ্রহ করবেন।

এছাড়া ভোটার তালিকায় বিদ্যমান ঠিকানা পরিবর্তনের জন্য ভোটারদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ এবং তালিকা থেকে নাম বাদ দেওয়োর জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করবেন গণনাকারীরা।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ওপর ৬৬ হাজারের বেশি মানুষ প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৫৫ হাজার ১৬ জন গণনাকারী এবং ১১ হাজার ৮০১ জন সুপারভাইজার রয়েছেন।

২০২৬ সালের ২ জানুয়ারি নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। দাবি ও আপত্তি পুনর্বিবেচনার পর কমিশন ২০২৬ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করবে। তথ্য সংগ্রহ অভিযানে নিয়োজিত কর্মকর্তা ও গণনাকারীদের জন্য সম্প্রতি ১৬টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

নির্দেশনার মধ্যে রয়েছে- ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিন্তু ভোটার তালিকার বাইরে রয়েছেন তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ, অতীতে ভোটার হয়েছেন কিনা তা নিশ্চয়তা, সম্ভাব্য ভোটারদের নামের বানান বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই লিখে রাখা এবং রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের তথ্য যাতে কোনোভাবেই সংগ্রহ করা না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।

বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী (২ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত) দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *