মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিমের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের সৌজন্য সাক্ষাৎ করেন। হাইকমিশনার অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতের নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা তুলে ধরেন সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।
জামায়াত নেতা মালয়েশিয়ার সরকার ও জনগণের খোঁজ খবর নেন। তখন হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম দেশটির উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।