যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার সুযোগ দেবে না আরব দেশগুলো

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মিডল ইস্ট আই’র প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের ওপর ইরানের যেকোনো হামলার জবাবে পাল্টা হামলার জন্য তাদের ভূখণ্ডে আমেরিকান সামরিক ঘাঁটি ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে।

আরব দেশগুলো এমন সময় এই হুঁশিয়ারি দিলো যখন দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

মার্কিন উপসাগরীয় মিত্ররা তাদের রাজ্যের অভ্যন্তরের ঘাঁটি থেকে তেহরান বা এর প্রক্সিদের বিরুদ্ধে মার্কিন প্রতিশোধের সাথে যুক্ত হতে পারে এমন উপায়গুলি বন্ধ করার জন্য ওভারটাইম কাজ করছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এসব দেশে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে বলে অন্যানা আন্তর্জাতিক মিডিয়াও খবর প্রকাশ করেছে।

একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, ইসরায়েলে ইরানি হামলার পর আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্ররা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই দেশগুলো আমেরিকাকে স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা করছে, যে চুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে অন্য দেশে হামলা চালানোর কথা বলা হয়নি।

ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর প্রতিশোধমূলক হামলা চালালে তারা মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমার উপর দিয়ে উড়তে না দেওয়ার জন্যও অগ্রসর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *