শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাষ্টি এবং গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাথে জন্মলগ্ন থেকে সক্রিয়ভাবে জড়িত বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী আব্দুল মঈন চৌধুরী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ‘ন।
আলহাজ্ব আব্দুল মঈন চৌধুরী ৯ ফেব্রুয়ারি শুক্রবার জুমআর নামাজের সময় বাংলাদেশে নিজ গ্রাম সদরাবাদ মসজিদে মসজিদে জিকিররত অবস্থায় ইহ-ত্যাগ করেন। সুত্র মতে, তিনি নবীগন্জ উপজেলার পিটুয়ার সদরাবাদ মসজিদে জুমআর নামাজ পড়তে যান। তিনি রোজা অবস্থায় ছিলেন। মসজিদে নামাজের পূর্বে সম্মিলিতভাবে জিকির চলা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আব্দুল মঈন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপার্স সাংবাদিক কেএম আবুতাহের চৌধুরী। তিনি জানান, মরহুম আব্দুল মঈন চৌধুরী বার্মিংহামের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে একজন অমায়িক,পরহেজগার ও সামাজিক লোক ছিলেন। তিনি শেরপুরের আজাদ বখত হাই স্কুলকে কলেজে রুপান্তরে অগ্রণী ভূমিকা পালন এবং মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা ও মসজিদ মাদ্রাসায় অনেক অবদান রেখেছেন। তার চির বিদায়ে দেশে-বিদেশে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাকে বেহেশত দান করুন।