ভারতের পুলিশ জানিয়েছে, গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে তারা অবৈধভাবে বসবাসকারী এক হাজার ২৪ জন বাংলাদেশিকে গ্রফতার করেছে। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এই বাংলাদেশিদের ‘অনুপ্রবেশকারী’ বলে বর্ণনা করে থাকে, যাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে তারা মনে করে।
মানবাধিকার কর্মীরা বলে আসছেন, অভিবাসী বিরোধী এসব প্রচারণার মাধ্যমে সংখ্যাগুরু হিন্দু ভোটারদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে ক্ষমতাসীন দলটি।
শনিবার এক বিবৃতিতে গুজরাটের সরকার বলেছেন, ”সারারাত ধরে চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে এক হাজার ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে, যারা অবৈধভাবে বসবাস করছিল।”
বাকি আরো যারা অবৈধভাবে গুজরাটে বসবাস করছেন, তাদের স্বেচ্ছায় আত্মসমপর্ণের জন্য দুইদিন সময় বেধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি। ওই বিবৃতিতে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
পুলিশ দাবি করেছে, প্রাথমিক তদন্তে তারা দেখতে পেয়েছে যে, আটককৃত ব্যক্তিরা মাদক, মানবপাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পরিচয়পত্র তৈরি করে, এমন একটি চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। গত বছরের অগাস্ট মাসে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অনেক অবনতি হয়েছে।
গণ হত্যাসহ একাধিক অভিযোগে শেখ হাসিনাকে বাংলাদেশ একাধিকবার ফেরত চাইলেও ভারত তাতে সাড়া দেয়নি। বিবিসি