ব্রিটেনের হাল ইউনিভার্সিটিতে মানববন্ধন

প্রবাসী যুক্তরাজ্য
শেয়ার করুন

বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে৷ আন্দোলনকারী সাধারণ ছাত্র আন্দোলনের সমর্থনে ব্রিটেনের হাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বাংলা কমিউনিটি মানববন্ধন করেছেন।

বাংলাদেশের চলমান সাধারণ ছাত্র আন্দোলনের সমর্থনে ও ছাত্র হত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর পিয়ার্সন পার্ক ‘হাল জামে মসজিদ’র সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির মানুষ বিভিন্ন স্লোগান লেখা প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন জুম্মার হোসাইন, মোঃ আবদুল মজিদ, ইলিয়াস আকরাম, ইমরান রোমান, মহসিন আহমেদ নিরব, জালাল আহমেদ, তাজুদ মিয়া, আজহার মাহমুদ, মইন উদ্দিন, আবু তাহের, মোঃ নাহিদ সারোয়ার, ইরন মিয়া, কাজী রাসেল, আল আমিন, মাহমুদুল মান্না, মোহাম্মদ জাহেদুল আলম, শামিম আহমেদ, মুরাদ হোসাইন প্রমূখ।

এসময় তারা বলেন, আমরা ৫২ ও ৭১ দেখিনি, তবে ২৪ এ এসে স্বৈরাচার সরকারের হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যার চিত্র দেখে হতবাক। একটি স্বাধীন দেশে এটা কখনো মেনে নেয়া যায় না। এমন নৃশংস, নির্মম আমরা সংক্ষুব্ধ। তারা আরও বলেন ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নিয়ে দ্রুত সকল হত্যার বিচার করা হোক। এছাড়াও বক্তারা এ আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সেসকল শহীদদের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। – ইলিয়াস আকরাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *