বিলুপ্ত করা হয়েছে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজনৈতিক চাঁদাবাজি-সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ধাকার অভিযোগে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের বিভিন্ন অভিযোগ থাকায় কমিটি ভেঙে দেয়া হয়েছে বলে দলীয় বিভিন্ন সুত্রে জানা গেছে।

সকল অভিযোগ অস্বীকার করে সাইফুল আলম নীরব মিডিয়াকে বলেছেন, ‘আমার প্রতিপক্ষরা আগে থেকেই আমাকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে। কিন্তু আমি কোথায় চাঁদাবাজি করেছি, কার বাড়ি, দোকান দখল করেছি, তার কোনো প্রমাণ নেই।’

আড়াই মাস আগে গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *