বিডিআর বিদ্রোহ সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত: সেনাপ্রধান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিডিআর বিদ্রোহের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। “একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ফুলস্টপ। এখানে কোনো ইফ এবং বাট (যদি ও কিন্তু) নাই,” বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সেনাপ্রধান।

“এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এত দিন ধরে হয়েছে, ১৬ বছর ধরে, ১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিকটেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে।”

“এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য,” বলেন মি. জামান।

বিদ্রোহের ঘটনার পেছনে কোনো রাজনৈতিক নেতা বা বিদেশি শক্তি ছিল কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সেনাপ্রধান। “এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কি না, ইনভলব ছিল কি না, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলব ছিল কি না, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন। উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন,” বলেন মি. জামান।

তিনি আরও বলেন, “বটমলাইন হচ্ছে, এই সমস্ত আমাদের এই চৌকস সেনাসদস্য, যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করছি কেউ কেউ। এই জিনিসটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না।”

বাহিনীর মধ্যে কেউ অপরাধ করে থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান সেনাপ্রধান। “আমার স্ট্যান্ডপয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না। বিন্দুমাত্র ছাড় নাই। আমি আপনরাদের পরিষ্কার করে দিচ্ছি- ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন,” বলেন মি. জামান।  বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *