কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই মধ্যরাতে কারফিউ ঘোষণা করে বাংলাদেশ সরকার৷ সেনাবাহিনীকে মোতায়েন করা হয় বেসামরিক বাহিনীকে সহায়তা করার জন্য৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা সংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চার দিনে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷
আন্দোলনে সহিংসতার ঘটনায় দেশজুড়ে দেড়শ’র বেশি মামলা হয়েছে৷ মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপি৷
আটককৃতদের বেশিরভাগই বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী৷ গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহিরউদ্দীন স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী৷ বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল গোলাম পরওয়ার সহ শীর্ষ নেতৃবৃন্দের গ্রেফতার হয়েছেন। – ডিডাব্লিউ