ফিলিস্তিনিরা তাদের পবিত্র স্থানগুলো ছাড়বে না: মাহমুদ আব্বাস

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তা প্রত্যাখ্যান করেছেন।

মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ট্রাম্পের ‘গাজা খালি করার পরিকল্পনা’র বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন জনগণ তাদের জমি ও পবিত্র স্থান গুলো কখনো ছাড়বে না। গাজার ‘ওয়াফা’ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ এই খবর জানায়।

শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ১৫ মাসের যুদ্ধের পর গাজা একটি ‘বিধ্বস্ত স্থানে’ পরিণত হয়েছে। ফিলিস্তিনের জনগণকে গাজা থেকে সরানোর ব্যাপারে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আমি চাই, মিশর এই মানুষদের নিয়ে যাক। আমি চাই, জর্ডান এসব মানুষকে সরিয়ে নিক।’ তিনি বলেছেন, ‘আপনারা সম্ভবত ১৫ লাখ মানুষের কথা বলছেন এবং আমরা পুরো জায়গাটিই খালি করে ফেলবো।’

এদিকে, ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব লীগ। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে তারা। আরব লীগ এক বিবৃতিতে বলেছে, ‘জনগণকে তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ও উচ্ছেদ করাকে কেবল জাতিগত নিধন বলেই অভিহিত করা যেতে পারে।’

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি আমরা দৃঢভাবে প্রত্যাখ্যান করি এবং তা অটল থাকবে। জর্ডান জর্ডানের মানুষদের আর ফিলিস্তিন ফিলিস্তিনি মানুষদের জন্য।’

এদিকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের ‘অখন্ড অধিকারের’ লঙ্ঘনকে প্রত্যাখ্যান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *