শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উত্তাল হয়ে উঠেছে নারী নিপীড়নের বিচারের দাবিতে। ‘ধর্ষকের ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার রাতের অন্ধকার দূর করেছে শিক্ষার্থীদের মশাল মিছিল।
ভিডিও: https://youtu.be/MiFWywgxVB4?si=wEMQUY65WrCq0WNM
শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বেরিয়ে আসেন। মিছিলে-স্লোগানে বেশির ভাগই ছিলেন নারী শিক্ষার্থী। ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও নারী নির্যাতনের সাথে জড়িত নিপীড়কদের শাস্তির দাবিতে রাত সাড়ে নয়টায় হল ছেড়ে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। পরে ছাত্ররাও যোগ দেন তাদের সাথে।
শিক্ষার্থীরা গোল চত্ত্বর থেকে মশাল মিছিল শুরু করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই – ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকদের কালো হাত – ভেঙে দাও গুড়িয়ে দাও’ শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি। ক্যাম্পাস ঘুরে মশাল মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ার, তাবাসসুম জান্নাত, ফয়সাল হোসেন সহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বিচারহীনতার সংস্কৃতির অবসান ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবির জানান। তারা দৃঢ়তার সাথে বলেন- চব্বিশ ঘণ্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।