ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে ‘মায়েদা ভেনকুইজ হলে’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও ব্যারিষ্টার মাহবুবুর রহমান সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (৬মে ২০২৫) সোসাইটির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সোসাইটির ইয়থ সেক্রেটারি মতিউর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন সোসাইটির কালচারাল সেক্রেটারি আনওয়ার হোসেন আনু ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যমলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা ও ইসলামিক স্কলার আজমল মাসরুর, জেএসসি চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, বাংলাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতিঅভিনেতা ইলিয়াছ কাঞ্চন, বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, টাওয়ার হ্যমলেটসের কাউন্সিলর ফারুক আহমদ, সাবেক কাউন্সিলর আবদুস শহীদ, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোসাইটির সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, সিলেট সেন্ট্রাল কলেজের সাবেক সভাপতি মিজানুর রহমান, সোসাইটির উপদেষ্টা মনির উদ্দিন, সোসাইটির এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে এমদাদুর রহমান, শফিকুল ইসলাম, আবু সাইদ ও শাহনুর আলী, ছাইম উদ্দিন মেম্বার,ব্যারিষ্টার সুমনের চাচা লুৎফর রহমান, আসকর আলী প্রমুখ।
সোসাইটির সভাপতি লোকমান আহমদের সমাপনী বক্তব্য ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির ট্রেজারার মাওলানা ছালেহ আহমদ, সফিজুর রহমান, দিলওয়ার হোসেন, বদরুজ্জামান, আবু এহিয়া, মুহিব আহমদ, মজর মিয়া প্রমূখ।