রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করে বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে। তিনি ২২ ফেব্রুয়ারি, বুধবার মস্কো সফররত চীনের স্টেট কাউন্সিলর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
এসময় প্রেসিডেন্ট পুতিন বলেন, বিগত বছরগুলোর পরিকল্পনা অনুযায়ী রাশিয়া-চীন সম্পর্কের উন্নতি হচ্ছে। সম্পর্কের প্রতিটি বিষয়ই সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রাশিয়ার ইউক্রেন অভিযানকে কেন্দ্র করে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক যখন চরম উত্তেজনাকর পরিস্থিতেতে রয়েছে তখন রাশিয়া সফরে গেলেন চীনের প্রভাবশালী কূটনীতিক ওয়াং ই।
ওয়াং-এর সঙ্গে বৈঠকে পুতিন আরো বলেন, ‘আমি বহুবার বলেছি আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে রুশ ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি।’
রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন ও রাশিয়া মাঝেমধ্যে সংকট ও সমস্যায় পড়ে ঠিকই কিন্তু এসব সংকট থেকে সব সময় সুযোগ বেরিয়ে আসে।
তিনি আরও বলেন, এ কারণে আমাদেরকে আরো উৎসাহ নিয়ে পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে এবং সেসব পরিবর্তনের বিষয়ে আরো বেশি কার্যকর পন্থা অবলম্বন করতে হবে যাতে আমাদের মধ্যকার ব্যাপকভিত্তিক কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী হয়।
ওয়াং সুস্পষ্ট ভাষায় বলেন, চীন ও রাশিয়া একটি ‘বহুমেরুকেন্দ্রীক’ বিশ্ব ব্যবস্থা গড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে শক্তিশালী সহযোগিতা চালিয়ে যাবে। চলতি মস্কো সফরে ওয়াং ই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাতরুশেভের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এ সময় পাতরুশেভ পাশ্চাত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার জন্য চীনের প্রতি আহ্বান জানান। তাইওয়ান, হংকং ও শিনজিয়াং প্রসঙ্গে রাশিয়া যে চীনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে এসেছে সেকথা ওয়াং ইকে স্মরণ করিয়ে দেন পাতরুশেভ।