ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম রাজপথে নেমেছে। এই ছাত্র-জনতাকে নিয়ে সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চব্বিশের তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ। ৯ নভেম্বর, শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আবদুল হান্নান বলেন, তরুণদের মনোবাসনা যদি বুঝতে না পারেন ফ্যাসিস্ট হাসিনার পতনের দিকে তাকান। ছাত্রদের চোখের ভাষা যদি বুঝতে না পারেন আওয়ামী লীগের কর্মীদের পরিণতির দিকে তাকান। ফ্যাসিস্টদের প্রতি এখন অনেকে মায়া-দরদ দেখাচ্ছেন। অনেকে বলছেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে। তারা যদি রাজনৈতিক দলই হয় তবে গত ১৬ বছর এদেশের মানুষকে ভোটের অধিকার দেয়নি কেন? তারা রাজনৈতিক দল হলে দুই হাজারের বেশি ভাই-বোনকে হত্যা করেছে কেন? কেন গত ১৬ বছর ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা ছিল নির্যাতিত? সন্ত্রাসী ও রাজনৈতিক দলের পার্থক্য না বুঝলে ধরে নেবো আপনারাও রাজনৈতিক দলের কাতারে পড়েন না।’

সন্ত্রাসীরা আজীবনের জন্যই সন্ত্রাসী মন্তব্য করে ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, তারা ভবিষ্যতে এদেশের কোথাও মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার কিছুই হতে পারবেন না। ফ্যাসিবাদীদের মুজিববাদী সংবিধান এখনই ছুড়ে ফেলে দিতে হবে। তারা সংবিধান কাঁটাছেড়া করে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। এটা বাদ দিয়ে চব্বিশের তরুণদের হাত ধরে বিজ্ঞজনদের পরামর্শে নতুন সংবিধান রচনা করতে হবে।
সমন্বয়ক আবদুল হান্নান আরও বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেন এক-দুই যুগ পরও এ দেশের মানুষ বলতে পারে, চব্বিশের তরুণরা জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়েছে। তাদের আত্মত্যাগে আজ দেশে এই এই পরিবর্তন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেইন গোলাম কিবরিয়া। এতে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী, সংগঠনের উপদেষ্টা গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, সমন্বয়ক আরিফুল ইসলাম, বনী ইয়ামিন, ফরহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।