পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গোপন নথি ফাঁস মামলায় খালাস পেয়েছেন। পাকিস্তানের সর্বোচ্চ আদালত মামলা থেকে ইমরান খানকে খালাস করে দিয়েছেন।
রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় ১০ বছরের সাজা হয়েছিল, সেই মামলায় আপিল করে খালাস পেয়েছেন ইমরান খান। একই সাথে মামলা থেকে রেহাই পেয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশিও।
খালাসের পর ইমরান খানের আইনজীবী আলি জাফর সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সত্যের জয় হয়েছে। আমরা আমাদের জয়ের উদযাপন করব।
রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা কূটনৈতিক তারবার্তা (সাইফার) ফাঁসের মামলায় পাকিস্তানের একটি বিশেষ আদালত গত বছর ১০ বছরের কারাদণ্ড দিলে গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। সুত্র: রয়টার্স ও বিবিসি