হাজার হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় বিকলাঙ্গ হয়েছে বলে খবরে প্রকাশ। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ১২ হাজার ৫০০ ইসরায়েলি সেনা সদস্য বিকলাঙ্গ হয়ে পড়েছে। দেশটির পুনর্বাসন কেন্দ্রগুলো এখন বিকলাঙ্গ সেনা সদস্যে ভরে গেছে।
তবে মিডল ইস্ট আই লিখেছে, ইয়েদিওট আহরোনোথ সুত্রে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মূল্যায়নে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে মোট আহত সৈন্যের সংখ্যা অনেক বেশি। সৈন্যদের মধ্যে আঘাতের মূল্যায়ন পরিচালনা করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ করা একটি সংস্থা এমন তথ্য উপস্থাপন করেছে।
আল-জাজিরা উল্লেখ করেছে, ফিলিস্তিনি এক যোদ্ধা গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বুলডোজারকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছিল, এতে আঘাতপ্রাপ্ত ইসরায়েলি সৈনিক জোনাথন বেন হামুর বাম পা কেটে ফেলা হয়। গাজা যুদ্ধে আহত হওয়ার কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া হাজার হাজার ইসরায়েলি সৈন্যদের তালিকায় তারও নাম যুক্ত হয়েছে।
মিডল ইস্ট আই রিপোর্টে বলা হয়েছে, ১২,৫০০ সংখ্যাটি খুবই রক্ষণশীল এবং সতর্ক অনুমান। ইসরায়েলি সৈন্যদের অক্ষমতার স্বীকৃতির জন্য অনুরোধ করা মামলার সংখ্যা ২০ হাজার ছুঁয়ে যেতে পারে। ছবিতে ইসরায়েলি সৈন্যরা একজন আহতকে গাজা সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টারে নিয়ে যাচ্ছে (রয়টার্স/আভি রোকাহ) সূত্র : মিডল ইস্ট আই ও আল-জাজিরা