সাঈদ চৌধুরী
অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য, জল, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের সুবিধা দেওয়ার মাধ্যমে দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলের প্রতি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিজে)। বৃহস্পতিবার আইসিজের বিচারকেরা সর্বসম্মতিক্রমে এ নির্দেশ দেন।
আইসিজে বলেছেন, গাজার ফিলিস্তিনিরা দুর্বিষহ জীবন যাপন করছেন। সেখানে দুর্ভিক্ষ ও ক্ষুধা ছড়িয়ে পড়ছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রায় ছয় মাস ধরে গাজায় আকাশ ও স্থলপথে নির্মমভাবে হামলা করে চলেছে ইসরায়েল। এতে অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের তথ্য অনুসারে, ইতোমধ্যেই গাজায় অপুষ্টি ও পানিশূন্যতার কারণে বহু শিশু মারা গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এমন পরিস্থিতিতে বিচারকেরা বলেছেন, আদালতের পর্যবেক্ষণ হলো গাজার ফিলিস্তিনিরা আর দুর্ভিক্ষের ঝুঁকিতেই কেবল নেই, বরং ইতিমধ্যে সেখানে দুর্ভিক্ষ ও অনাহার চারদিকে ছড়িয়ে পড়ছে। ফিলিস্তিনি জনগোষ্ঠীর মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষ ছড়ানো বন্ধ করতে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নিতে।
সুত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান, আরব নিউজ ও রয়টার্স