অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকারী অঞ্চলগুলোর সঙ্গে ইইউর বাণিজ্য কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে প্রস্তাব তৈরি করতে ইউরোপীয় কমিশনকে চিঠি দিয়েছে ইইউ’র নয়টি দেশ৷ বার্তা সংস্থা রয়টার্স চিঠিটি দেখেছে বলে জানিয়েছে৷
ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাসের কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছন বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবুর্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা৷
ইইউ-র সঙ্গে ইসরায়েলের বাণিজ্যের আকার ৪২.৬ বিলিয়ন ডলার৷ এর মধ্যে বসতি স্থাপনকারী অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্যের পরিমাণ কত তা পরিষ্কার নয়৷
২০২৪ সালের জুলাইতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের দখল ও বসতি স্থাপনকে অবৈধ হিসেবে উল্লেখ করে৷ চিঠিতে মন্ত্রীরা তার উল্লেখ করেন৷ তারা বলেন, ‘‘আদালত কর্তৃক চিহ্নিত বাধ্যবাধকতাগুলির সাথে ইউনিয়নের কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য ইউরোপীয় কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করা প্রয়োজন৷’’ ডিডাব্লিউ