‘ইউটিউব শর্টস’ এ ব্যবহারকারী ছাড়ালো দেড়শ কোটি, করছেন আয়

বিজ্ঞান ও প্রযুক্তি সময় চিন্তা সাম্প্রতিক
শেয়ার করুন

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমের মধ্যে সারা বিশ্বে এখন টিকটক বেশ জনপ্রিয়। বর্তমানে অল্প সময়ের ভিডিওগুলোর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এ মাধ্যমটির। আর এ ধারণাকে কাজে লাগিয়ে ‘শর্টস’ ফিচারটি চালু করে ইউটিউব। অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় একটি ইউটিউব ফিচারে পরিণত হয়েছে এটি।

‘ইউটিউব শর্টস’-এর ব্যবহারকারীর সংখ্যা এখন দেড়শ কোটি ছাড়িয়েছে । নিজস্ব প্ল্যাটফর্মে বিপুল অংকের ব্যবহারকারী বাড়ানোয় ইউটিউবের নজরের ফলাফল হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছে।

ইউটিউবের মোট দুইশ কোটি ব্যবহারকারীর ৭৫ শতাংশই রয়েছেন ইউটিউব শর্টস-এ। তবে, এ ঘটনাটি পুরোপুরি কাকতালীয় নয় বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫গুগলের প্রতিবেদনে।

গত দুই বছরে শর্টস-এর পেছনে অনেক বিনিয়োগ করেছে ইউটিউব। এর মাধ্যমে এসব সংক্ষিপ্ত ভিডিওতে ব্যবহারকারীর আগ্রহ তৈরি করতে পেরেছে গুগল মালিকানাধীন এই ভিডিও প্ল্যাটফর্ম।

২০২১ সালে কনটেন্ট নির্মাতাদের ভাইরাল ভিডিও বানাতে অর্থ সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘শর্টস ফান্ড’ নামে ১০ কোটি ডলার সমমূল্যের একটি তহবিল গঠন করে ইউটিউব, যা বিশ্বব্যাপী শর্টস-এর বিস্তৃতি ছড়াতে সাহায্য করেছে।

পাশাপাশি, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে ‘শর্টস’-এর জন্য বিজ্ঞাপনী প্রচারণা চালায় ইউটিউব। সম্প্রতি ওয়েব এবং ট্যাবলেটেও ‘শর্টস’-এর জনপ্রিয়তা বেড়েছে। এ ছাড়া, কনটেন্টের পরামর্শ দাতা প্ল্যাটফর্ম ‘গুগল ডিসকভার’-এও ইউটিউব শর্টস দেখাচ্ছে ব্যবহারকারীকে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউটিউব বলেছে, শর্টস এমন নির্মাতা তৈরি করেছে যারা একাধিক মাধ্যমের জন্য ভিডিও তৈরি করে।

“এই বিস্তৃতি নতুন একটি ‘ট্রেন্ড’ চালু করেছে: ‘একাধিক ফরম্যাটের জন্য ভিডিও নির্মাতার উত্থান।”

ইউটিউব নির্মাতারা শর্টস ব্যবহার করে আরও বেশি সম্পূরক কনটেন্ট তৈরি করছেন অথবা তাদের লম্বা দৈর্ঘ্যের ভিডিওকে ছোট ছোট ভাগ করে শর্টস-এ ছাড়ছেন। ক্লিপিং এবং অন্যান্য টুল এনে শর্টস তৈরি করা সহজ করেছে ইউটিউব।

বিষয়টি এখন পুরোপুরি পরিষ্কার যে প্ল্যাটফর্মটি ভবিষ্যতে এগিয়ে নেওয়ার একটি বড় অংশ ‘ইউটিউব শর্টস’। ব্যবহারকারীরাও প্ল্যাটফর্মটির এমন একটি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিয়েছেন।

‘ইউটিউব শর্টস’ থেকে আয়ের উপায়:
ইউটিউব শর্টস ব্যবহারকারীকে ভিডিও থেকে অর্থ আয়ের সুযোগ দিতে শুরু করেছে ইউটিউব। এপ্রিলে প্ল্যাটফর্মটি ঘোষণা দেয়, শর্টস-এর মধ্যে বিজ্ঞাপন আসবে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেটির বাস্তবায়ন দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।
‘ইউটিউব শর্টস’ আপলোড করার একাধিক উপায় রয়েছে। প্রথমত ভার্টিকাল এসপেক্ট রেশিওর ৬০ সেকেন্ডের যে কোনো ভিডিও আপলোড করলে, তা শর্টস হিসাবে বিবেচ্য হবে। আবার ইউটিউবের ভিডিওগুলোতে থাকা “Create” অপশন ব্যবহার করে ওই ভিডিওর সাউন্ড দ্বারা শর্টস তৈরি করা যাবে। তবে শুধুই বিনোদনের জন্য নয়, ইউটিউবের মতো শর্টসেও ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়। এক্ষেত্রে অবশ্য ইউটিউবের মূল মনিটাইজেশন ফিচারের চেয়ে ইউটিউব শর্টস থেকে আয় করার উপায় ভিন্ন।

ইউটিউবের সাধারণ ভিডিও থেকে আয় করতে ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত হতে হয়। তবে ইউটিউব শর্টস ফান্ডের মাধ্যমে যে কোনো ক্রিয়েটর (শুরুতে মনিটাইজেশন না থাকলেও) আয় করতে পারবেন।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *