বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আছে। অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ করে তোলা হবে, যেখানে বাচ্চারা খেলবে এবং মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। এমন একটি চিন্তা আমাদের আছে।
https://youtu.be/r8MRSK2GoFk?si=JJKRowGHJ3EB3IKQ
রোববার (১৮ মে ২০২৫) সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।
২০২৪ সালে লন্ডনে বছরব্যাপী আয়োজিত প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘হবিগঞ্জ ফাইটার।’ এই দলের ক্যাপ্টেন ছিলেন তোফায়েল। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন ‘গ্রেটার ফরিদপুর।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার যেসব গুণ থাকা উচিত, সবগুলোই আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোর মধ্যে ছিল। কোকো একজন ক্রীড়াবিদ ছিল, আমি একজন রাজনৈতিক কর্মী। কোকো তার অবস্থান থেকে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু সম্ভব, সেটুকু করার চেষ্টা করেছে।
তিনি বলেন, এখন দেশের ৪ বিভাগে প্রতিষ্ঠিত বিকেএসপির মাধ্যমে খেলোয়াড় তৈরি করতে হবে। খেলাধুলাকে সিলেবাসে যুক্ত করা হবে। যাতে ভালোমানের খেলোয়াড় তৈরি হয়। আর যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে রি-প্রেজেন্ট করবে তাদের দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে।
তারেক রহমান বলেন, আমরা আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সকলে কাঁদে কাঁদ মিলিয়ে দেশটাকে গড়তে হবে। আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে।