অনুবাদ:মাসুম খলিলী
এক. কৃতজ্ঞতা চাবিকাঠি। আপনাকে যা দিয়ে আশীর্বাদ করা হয়েছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকুন। মনে রাখবেন, তিনি যতটুকু দেন, মুহূর্তে তিনি কেড়েও নিতে পারেন।
দুই. সর্বশক্তিমান। আমাদের বুঝতে সাহায্য করুন যে জীবন সবসময় আমরা যেভাবে চাই সেভাবে যায় না। আপনিই একমাত্র, যিনি জানেন আমাদের জন্য কী হবে সেরা। আপনিই একমাত্র, যিনি জানেন আমাদের কী ভবিষ্যত আছে। আমাদেরকে অবিচল থাকতে সাহায্য করুন এবং চরম ধৈর্যের সাথে যেন প্রতিটি পরীক্ষার মুখোমুখি হতে পারি সেই তৌফিক দিন। আমীন।
পূনশ্চঃ
এক. যখন জিনিসগুলি মসৃণ হয়, যখন সবকিছু সহজ হয়, আপনি অনেক কিছু শিখবেন না; আপনি একজন ব্যক্তি হিসাবে খুব কমই বেড়ে উঠছেন তখন। মনে রাখবেন, আপনি যখন কষ্ট এবং ঝড়ের মধ্য দিয়ে যান তখন জীবনের সবচেয়ে বড় পাঠ শেখা হয়। এসব কষ্ট ঝড়কে আলিঙ্গন করুন এবং জেনে রাখুন যে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী ও ভাল হয়ে উঠবেন।
দুই. সর্বশক্তিমান। আমরা নিরাময় এবং সান্ত্বনা জন্য প্রার্থনা করছি। শুধু আপনিই আমাদের কষ্ট সম্পর্কে জানেন এবং আমাদের অস্বস্তি বোঝেন। আমাদের দুঃখ-বেদনা একমাত্র আপনিই জানেন। আমাদের একাকীত্ব আর কষ্ট শুধু আপনিই জানেন। আমাদের সম্ভব সব উপায়ে পুনরুদ্ধার করুন এবং আমাদের হৃদয়ে আশা বাঁচিয়ে রাখুন। আমাদের প্রার্থনা কবুল করুন।
তিন. আপনি অর্জন করেছেন এমন প্রতিটি কিছুর জন্য কৃতজ্ঞ হন। এটি কেবল সর্বশক্তিমানের ইচ্ছার দ্বারাই ঘটেছিল। আপনি ভাবতে পারেন যে আপনি খুব বেশি অর্জন করেননি তবে আপনি যা অর্জন করেছেন তা দিয়ে আপনি নিজেকে গতকালের চেয়ে আজকে কিছুটা ভাল জীবনযাপন করার সক্ষমতা পেয়েছেন। অগ্রগতি এটাই!
চার. শয়তান আপনাকে এই বিশ্বাস করার মাধ্যমে প্রতারণার চেষ্টা করবে যে আপনি যেখানে থাকা উচিত বলে মনে করেন সেখানে না যাওয়া পর্যন্ত আপনি সুখী হবেন না। এখানে এবং এখন যে অবস্থায় আছেন তাতে খুশি হতে শিখুন। শুরু করার জন্য আপনার সামনে যা আছে তার প্রশংসা করুন।
পাঁচ. ভাবতে পারেন আপনি একজন সৎকর্মপরায়ন ব্যক্তি এবং আপনি সর্বশক্তিমানের খুব কাছাকাছি আছেন। তবে যদি আপনার চরিত্রটি হয় ত্রুটিযুক্ত, আপনি অন্যকে নিন্দা ও গালমন্দ করেন, আপনার অন্তর হিংসা ও ঘৃণায় পূর্ণ থাকে, আপনি গসিপ এবং ব্যাকবাইট করেন, আপনি অহেতুক তর্ক করেন এবং অসহিষ্ণু, তবে আপনার ভাবনা সত্য হতে পারে না!
দ্রষ্টব্য:
নিশ্চয় আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত ও দিনের পরিবর্তনের মধ্যে, যে সব জাহাজ মানুষের লাভের জন্য সাগরে চলাচল করে তাদের মধ্যে, আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করে মৃত ভূমিকে জীবিত করেন এবং সকল প্রকার প্রাণী তাতে ছড়িয়ে দিয়েছেন, আর বায়ুরাশির প্রবাহের মধ্যে (গতি পরিবর্তনে) এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী (আল্লাহর আজ্ঞাধীন ভাসমান) মেঘের মধ্যে জ্ঞানী লোকের জন্য অবশ্যই (আল্লাহর মহিমার) বহু নিদর্শন রয়েছে। (সূরা বাকারা:১৬৪)
মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে; যাতে ওদের কোন কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়। যাতে ওরা (সৎপথে) ফিরে আসে। (সূরা রুম:৪১)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
