আপনার গর্ব নিঃশেষ করুন, জানুন এজন্য সম্মানিত হবেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ মাসুম খলিলী:

এক. আপনার ভুল স্বীকার করুন। আপনার গর্ব নিঃশেষ করুন এবং জানুন যে আপনি এর জন্য সম্মানিত হবেন। অনেকেই এটা বুঝতে ব্যর্থ হন। যত আগে আপনি স্বীকার করবেন যে আপনি ভুল করেছেন, তত আগে আপনি সে ভুল থেকে শিখতে পারবেন আর তা না হলে এটি কেবলই বড় হতে থাকবে। এ সম্পর্কে ভালোভাবে শেখাও একটি পাঠ।

দুই. তারা চাইলেই বোমা ফেলতে পারে। তারা চাইলেই ধ্বংস করতে পারে। তারা মনে করে যে তারাই টিকে থাকবে … তারা ভুলে যায় যে সর্বশক্তিমানই একমাত্র চিরন্তন। নিশ্চয়ই তিনি যাকে ইচ্ছা তাকে সীমাহীনভাবে দান করেন।

তিন. আপনি যদি নিঃস্বার্থভাবে অন্যদেরকে সুখি করার চেষ্টা করেন, তাহলে সর্বশক্তিমান নিশ্চিতভাবে আপনাকে সুখি রাখবেন। জীবনযাপনের সহজ নিয়ম এটি। মনে রাখবেন, অন্যকে সুখ দেয়াই নিজের জন্য সুখের প্রাপ্তি সৃষ্টি করে।

চার. জীবন সংক্ষিপ্ত। সত্যিকার অর্থে খুবই সংক্ষিপ্ত। আপনি যা কিছুতে জড়িত তার সবকিছুই একটি উদ্দেশ্য নিয়ে করা উচিত। আপনার চারপাশের বিভ্রান্তিকে কখনো আপনার ফোকাসহারা করতে দেবেন না। মনে রাখবেন, হারিয়ে যাওয়া সময় আর ফিরে পাওয়া যায় না।

পূনশ্চঃ

এক. আমরা আঙুল দিয়ে দেখিয়ে অন্যকে প্রায়ই সংশোধন করি কিন্তু কেন নিজেকে সংশোধন করা এত কঠিন হয়? কেউই আমরা নিখুঁত নয়। আপনার দোষ স্বীকার করুন এবং আজই তা সংশোধন শুরু করুন।

দুই. সর্বশক্তিমান। ভয় ও উদ্বেগের মুখোমুখি হওয়া সত্ত্বেও, আমাদের স্বস্তি দেওয়ার জন্য আপনি যে সেখানে রয়েছেন তা বুঝতে আমাদের সহায়তা করুন। সামনে কী রয়েছে তা নিয়ে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠা যেন না করি এবং এর পরিবর্তে আমাদের সব বিষয়ে যেন আপনাকে বিশ্বাস করতে শিখি। যখন বিশ্বটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমাদের হৃদয়কে শান্ত করার জন্য আমাদের প্রার্থনার দিকে মনোনিবেশ করান। আমীন।

তিন. আপনি যখন ভঙ্গুর বোধ করেন এবং আপনার পুরো জীবনকে বিপর্যস্ত মনে হয়, তখন সর্বশক্তিমানের কাছে আপনার উপশমের জন্য প্রার্থনা করুন। তিনিই একমাত্র যিনি এটি করতে পারেন। যারা আপনাকে প্রথমে আঘাত করেছে তাদের মতো না হয়ে আপনাকে সম্পূর্ণ নিরাময় করতে মোনাজাত করুন মহাপ্রভুর কাছে।

চার. সর্বশক্তিমান। আপনি সেরা পরিকল্পনাকারী তা জেনে আমরা আপনার কাছে সমস্ত কিছু পেশ করি। আমাদের গতকালের উদ্বেগকে সহজ করুন যাতে এটি আজ আমাদের শান্তিকে হরণ করতে না পারে। আমাদের সত্যিকারের বিষয়গুলির দিকে মনোনিবেশ করতে এবং সর্বোত্তম ফলাফলের জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে সহায়তা করুন।

পাঁচ. কখনও কখনও সর্বশক্তিমান দরজা বন্ধ করে দেয়ার কারণ হলো এটি এগিয়ে যাওয়ার সময়। জটিলতা হ’ল আমরা এটি নাও দেখতে পারি। আমরা কড়া নাড়তে থাকি কিন্তু কিছুই হয় না। তিনি জানেন যে তিনি কী করছেন। তিনি আরও জানেন যে তিনি আমাদের জন্য কিছুটা অস্বস্তি তৈরি না করলে আমরা সামনে চলব না! পরিবর্তন সহজ কোন বিষয় নয়। তার উপরই আস্থা রাখুন।

দ্রষ্টব্যঃ

আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, প্রাণ ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করব, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা বিপদে আক্রান্ত হলে বলে, আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তাঁর দিকেই ফিরব।’ (সুরা বাকারা: ১৫৫-১৫৬)

সাআদ বিন আবু ওয়াক্কাস (রা.) বর্ণনা করেছেন, তিনি জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসুল (সা.), মানুষের মধ্যে কে সব চেয়ে কঠিন বিপদের মুখোমুখি হয়? তিনি বলেন, প্রথমত নবীরা, অতঃপর যারা তাদের মতো। অতঃপর মানুষকে তার দ্বীনদারি অনুপাতে পরীক্ষা করা হয়। কেউ শক্তভাবে দ্বীন অনুসরণ করলে তার পরীক্ষাও কঠিন হয়ে থাকে। কেউ দ্বীনদারিতে শিথিল হলে তার পরীক্ষাও তেমন হয়। অতঃপর বান্দা একের পর এক বিপদে আক্রান্ত হতে থাকে। একপর্যায়ে সে পুরোপুরি গুনাহমুক্ত হয়ে ভূমিতে চলাফেরা করে। (সুনানে তিরমিজি : ২৩৯৮)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *