জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম শুক্রবার (২৫ এপ্রিল) ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে বলেছেন, আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘুণাক্ষরেও আর তাকাবো না। আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে, যদি আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে ওই ভারত কী না কী মনে করে বসে, যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই- ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্ত ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা আর ঘুণাক্ষরেও তাকাবো না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।
