আওয়ামী লীগ নিষিদ্ধ-সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। শনিবার (১০ মে ২০২৫) বিকেল ৩টায় শাহবাগসহ সারাদেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে সমাবেশ হবে। আন্দোলনরতরা বলছেন, এ লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। পাঁচ আগস্ট জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তার আইনি ভিত্তি দেয়ার লড়াই।
মিছিলে স্লোগানে মুখরিত আশপাশ। শুক্রবার রাতে তিন দফা দাবির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়াদের।
তাদের দাবি, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।