জাগ্রত তরুণদের নতুন রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক পার্টি‘ (এনসিপি) যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার। দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়েছে।

কমিটির যুক্তরাজ্য শাখা আহ্বায়ক হয়েছেন মাকসুদুল হক শাকুর। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমা ইসলাম, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিজানুর রহমান (নয়ন), সদস্যসচিব মো. এম. এ. হিমেল, যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার মেরাজ আজিজ ও ফারিয়া ফাহি, মুখ্য সংগঠক নাইমুল ইসলাম, কার্যনির্বাহী সচিব আবু বকর নিহাজ, অর্থ সচিব জয়নাল আবেদীন, যুগ্ম অর্থ সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যোগাযোগ সচিব মাহাবুবুল আলম, মিডিয়া ও প্রচার সচিব মো. মাহমুদ রহমান (ইকবাল), নীতিনির্ধারণ ও লবিং সচিব ডা. ফাহিম আশহার, যুগ্ম নীতিনির্ধারণ ও লবিং সচিব ইঞ্জিনিয়ার শারমিন আক্তার (পাপড়ি), প্রশিক্ষণ সচিব খন্দকার আনাছ আহমদ, যুগ্ম প্রশিক্ষণ সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, যুব সচিব সাব্বির আহমদ চৌধুরী।

