সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো প্রমিস এইড ফাউন্ডেশন

শিক্ষা সময় চিন্তা সাম্প্রতিক
শেয়ার করুন

শিক্ষার্থীদের মাঝে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে। গত ৯ মার্চ, শনিবার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নে অবস্থিত স্টার ফেয়ার কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রমিস এইড ফাউন্ডেশন আয়োজিত এক কাউন্সিলিং প্রোগ্রামে এসকল কথা বলেন বিশিষ্ট সংগীতশিল্পী, আইটি উদ্যেক্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফাহিম ফয়সাল।

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা বিষয়ক কাউন্সিলিং এ প্রোগ্রামে কিনোট স্পিকার হিসেবে তিনি আরও বলেন, এখন সময়টি প্রচণ্ড চ্যালেঞ্জিং। প্রতি পদে পদে প্রতিযোগিতা। তাই যে করেই হোক আমাদের সন্তানদের বিশ্বমানের শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত স্কিলও ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদেরকেই গড়তে হবে।

অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের একাংশ

ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: আমান উল্ল্যাহ। এছাড়াও কাউন্সিলিং সেশনে বক্তব্য রাখেন প্রমিস এইড ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার ও চেয়ারম্যান মিনহাজুল ইসলাম।

মো: আরিফুল হক সরকারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট এইজ লিমিটেডের ডিরেক্টর আবু তালেব মো: সালেহীন, স্টার ফেয়ার কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসাইন, সোনালী ব্যাংকের অফিসার অনিক হোসাইন, প্রমিস এইড ফাউন্ডেশনের সদস্য আতিক মাহবুব প্রমুখ। প্রোগ্রাম কো-অর্ডিনেশন করেন ফাউন্ডেশনের কেরানীগঞ্জ উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাবেয়া আক্তার।

অনুষ্ঠানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রীর প্যাকেজে রয়েছে- স্কুল ব্যাগ, ১০টি খাতা, ১০টি কলম, ৩টি পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, পেন হোল্ডার, রাবার, সার্পনার, স্কেলসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় মোট ১০টি আইটেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *