কানাডার ৪১ কূটনীতিক সরিয়ে নিতে বললো ভারত

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনাকে কেন্দ্র করে কানাডা-ভারত সম্পর্কে ফাটল ধরেছে। গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার অভ্যন্তরীণ সম্পর্কে।

বিরোধ এখন জটিল আধার নিয়েছে। কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে ভারত। এজন্য বেঁধে দিয়েছে নির্ধারিত সময়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে সবাইকে সরিয়ে নিতে হবে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়বে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

কানাডার কূটনীতিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিনান্সিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর থেকে ভারতে আসা কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার কথা জানিয়েছে দেশটি। তবে এ বিষয়ে ভারত এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *