মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন ইসরাইল বিরোধী সমাবেশ থেকে আটক

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রিন পার্টির জিল স্টেইনকে সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরাইল বিরোধী বিক্ষোভ থেকে পুলিশ আটক করেছে। রবিবার বিক্ষোভ সমাবেশ থেকে তাকে আটক করা হয়েছে বলে তার মুখপাত্র জানিয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ বিরোধী অভিযানের সময় পুলিশের হাতে আটক ১০০ জনের মধ্যে স্টেইনও ছিলেন। ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জিল স্টেইন গ্রিন পার্টির প্রার্থী। পুলিশ তার প্রচার ব্যবস্থাপক এবং ডেপুটিকেও আটক করেছে।

সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র পুলিশ অফিসাররা সাইকেল নিয়ে স্টেইনকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা বিক্ষোভের উপর দমন-পীড়ন চালায়, বিক্ষোভকারীদের মাটিতে ফেলে দেয় এবং পিছন থেকে হাতকড়া পরিয়ে দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বত্র ক্যাম্পাস জুড়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। যেখানে গাজা যুদ্ধের অবসান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে শত শত লোককে গ্রেফতার করছে পুলিশ। এসব বিক্ষোভ-সমাবেশ থেকে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলকে ধ্বংস করে ফেলারও আওয়াজ ওঠছে।

সামগ্রিকভাবে গ্রিনপার্টির মতো স্টেইনও ইসরাইল বা বিডিএসের বিরুদ্ধে বয়কট ও নিষেধাজ্ঞা আন্দোলনকে সমর্থন করেন। তিনি ইসরাইলকে অগণতান্ত্রিক আমেরিকান মিত্র এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন।

গ্রেফতারের আগে রেকর্ড করা একটি ভিডিওতে এবং এক্স পোস্টে স্টেইন বলেছেন, তিনি ছাত্রদের সমর্থনে এবং তাদের সাংবিধানিক স্বাধীন বাক অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। স্টেইন বলেন, আমরা এখানে সেই ছাত্রদের সাথে সারিবদ্ধভাবে দাঁড়াতে যাচ্ছি, যারা গণতন্ত্রের জন্য দাঁড়িয়েছে, মানবাধিকারের জন্য দাঁড়িয়েছে, গণহত্যা বন্ধ করতে দাঁড়িয়েছে। সূত্র: আন্দালু এজেন্সি ও টাইমস অফ ইসরাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *