সর্বশক্তিমান সাথে জেনে আশাকে আঁকড়ে ধরুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. অসহায়, আশাহীন এবং শক্তিহীন- এমনটা আমরা সবাই বহুবার অনুভব করেছি। তবে হাল ছেড়ে দেওয়া কখনই বিকল্প নয়। আশাই আমাদের বাঁচিয়ে রাখে। সেখানে যাই ঘটুক না কেন, সর্বশক্তিমান আমাদের সাথে আছেন জেনে আশাকে আঁকড়ে ধরুন। তিনি জানেন আমরা না থাকলেও কী ঘটছে।

দুই. আমরা এমন এক বিচারপ্রবণ সমাজে বাস করি! লোকেরা কোনও টুইট বা ফেসবুকের স্ট্যাটাসের ভিত্তিতে আপনার ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত তৈরি করবে। তারা আপনার চেহারা, কথাবার্তার ভঙ্গি, আপনি যেভাবে পোষাক পরেন-এসব বিচার করে। কেবলমাত্র আপনি তাদের কাছ থেকে পৃথক হওয়ার কারণে তারা আপনার দিকে হেয়ভাবে তাকাবে। আপনার মাঠিতেই আপনি দাঁড়ান। ভদ্রভাবে সব করুন!

তিন. প্রতিটি অসুবিধা আপনাকে আরও ভালো কিছু করার জন্য প্রস্তুত করছে। তাই দুঃখ বোধ করবেন না। সর্বশক্তিমান আপনার জন্য সর্বোচ্চ মঙ্গল চান এবং ইবলিশ চায় আপনাকে ধ্বংস করতে । আর আপনি পরীক্ষা, হতাশা, সংশয়, উদ্বেগ এবং ভয়ের মুখোমুখি হতে পারেন; তবে জেনে রাখুন যে আপনি যদি কেবল তাঁরই দিকে মনোনিবেশ করেন তবে তিনি সব কিছুরই দেখাশুনা করবেন।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান আপনার জন্য যা কিছু পরিকল্পনা করেছেন তা আপনার জন্যই। কেউ এবং কিছুই আপনার কাছে সেটিকে আসতে বাধা দিতে পারে না। শুধু বিশ্বাস রাখুন। শুধুমাত্র ভরসা রাখুন। এটা আপনার নয়, তার সময় অনুযায়ী যথাসময়ে প্রকাশ পাবে। মনে রাখবেন,তাঁর কাছে কিছুই অসম্ভব নয়।

দুই. কখনই ভুলে যাবেন না যে আপনার অস্তিত্বের প্রতিটি দিকের নিয়ন্ত্রণে কে। অতএব দুঃখকে গ্রাস করতে দেবেন না আপনাকে। আপনার ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, এমনকি যদি কেবল এক মুহুর্তের জন্যও হয়। আপনি সব কিছু পরিষ্কার দেখতে পাবেন; বুঝতে পারবেন যে আসলে আপনার বলতে কিছুই নেই। সবকিছু সর্বশক্তিমানের ধার দেয়া!

তিন. আপনার নির্মাতার সাথে আপনার সংযোগটি শক্তিশালী করুন। হৃদয় হারাবেন না। প্রতিদিন বাইরে এবং ভিতরে থেকে আমাদের চ্যালেঞ্জ করা হচ্ছে। তবে দৃঢ থাকুন, কারণ আপনার সব ধরনের পার্থিব সমস্যার জন্য চিরন্তন সুখ আপনার জন্য অপেক্ষা করছে। হাতের কাজটিতে মনোনিবেশ করুন এবং জেনে রাখুন যে এটি অস্থায়ী। এভাবে উদ্বুদ্ধ থাকুন!

চার. সর্বশক্তিমান। যখন আমরা সমস্যার মুখোমুখি হই এবং কোন উপায় নেই ভেবে দ্রুত হতাশ বা মনভাঙ্গা হয়ে পড়ি তখন আমাদের সর্বাবস্থায় ক্ষমা করুন। আমরা ভুলে যাই যে আপনি আমাদের কখনই হতাশ করেননি। আমাদের পথে যাই আসুক না কেন, আমরা যেন আপনার উপর আস্থা রাখি। আমরা জানি, আপনি সবসময় আমাদের দেখবেন!

পাঁচ. আমরা অসুখী হওয়ার একটি বড় কারণ হলো- আমরা খুব বেশি চিন্তা করি। এমন জিনিস থেকে আপনার মনকে দূরে রাখুন যেগুলো আসলে আপনাকে সাহায্য করে না। ইতিবাচক চিন্তা অনেক দূর এগিয়ে নিয়ে যায়।

ছয়. আপনি যখন পিছলে যান তখন আপনার ভারসাম্য আবার ফিরে পাবেন; কিন্তু যখন আপনার জিহ্বা পিছলে যায়, তখন ক্ষতি যা হবার হয়ে যায়। সুতরাং গসিপ থেকে সাবধান থাকুন। এটি একজন ব্যক্তির মর্যাদাকে চুরির মাধ্যমে হরণ করে।

সাত. আপনি যখন নিচে পড়ে যাবেন তখন নিজেকে ওই জিনিসগুলো যা বলবে তা বিশ্বাস করবেন না। নিজেকে উচ্চকিত করে রাখবেন। শয়তান বিষণ্ণ ব্যক্তিকে ভালোবাসে। তাকে আপনার মনের সাথে গণ্ডগোল পাকাতে দেবেন না।

আট. আপনি যখন একাকিত্ব ও দুঃখ বোধ করেন তখন সর্বশক্তিমানকে ধন্যবাদ জানান। তিনি দুনিয়ার বিষয়গুলো থেকে দূরে সরিয়ে আপনার মনকে তাঁর দিকে মনোনিবেশ করছেন। শান্তি অনুভব করুন।

নয়. সর্বশক্তিমান। শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমাদেরকে নেক আমল করার দিকে পরিচালিত করুন। আমাদের পথে আপনার পাঠানো পরীক্ষা সহ্য করে, আমাদের অবিচল থাকার শক্তি দিন। আমাদের একটি কোমল হৃদয় দান করুন, সর্বদা আপনার আদেশে সন্তুষ্ট থাকার শক্তি দিন। আমাদের আন্তরিকতা ও সাফল্য দিন আর ক্ষতি থেকে রক্ষা করুন।

দ্রষ্টব্য:

তিনি (আল্লাহ) বললেন, ‘তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি, আমি (সব কিছু) শুনি আর দেখি। (সূরা ত্বাহা:৪৬)

আর আমরা তোমাদেরকে অবশ্যই পরিক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। (সুরা বাকারা:১৫৫)

মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। (সুরা আনকাবুত:২-৩)

আমি পৃথিবীর সব কিছুকে দুনিয়ার জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।(সুরা কাহাফ:৭)

প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। (সুরা আম্বিয়া:৩৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *