জনপ্রিয় হচ্ছে তুরস্কের তৈরি ইলেকট্রিক গাড়ি টগ

অর্থনীতি সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কে নির্মিত প্রথম ইলেকট্রিক গাড়ি টগ। সম্প্রতি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের এই গাড়ি উপহার দেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এর আগে আজারবাইজান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টকেও টগ গাড়ি উপহার দেন এরদোগান। গত এপ্রিলে বাজারে আসার পর থেকেই সারাবিশ্বে টগকে ছড়িয়ে দিতে চেষ্টা চালাচ্ছে তুর্কি সরকার।

তুরস্ক টগ গাড়ি নির্মানের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করেছে। এটি প্রথম বৈদ্যুতিক গাড়ি এবং তুরস্কের গাড়ি শিল্পের প্রথম যানবাহন। টগ অটোমোবাইল শিল্পে একটি বড় অগ্রগতির সূচনা করছে। তুরস্কের অটোমোবাইল জয়েন্ট ভেঞ্চার গ্রুপ (টগ) বাজারে এনেছে।

টগ প্রথম ২০১৮ সালে তুরস্ককে বিদেশী গাড়ি নির্মাতাদের থেকে আরও স্বাধীন করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তুরস্কে গাড়ি শিল্পের উত্থানে অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী বছরের পরিকল্পনা হল ইস্তাম্বুলের কাছে টগ-এর কারখানায় প্রায় ১৮ হাজার থেকে ১৮ হাজার বৈদ্যুতিক যানবাহন তৈরি করা।

টগ গাড়িটিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের একটি মর্যাদাপূর্ণ প্রকল্প হিসেবে দেখা হয়। টগ অটোমোবাইলটিকে “জনগণের গাড়ি” হিসাবে উন্নীত করা হয়েছে৷ প্রকৃতপক্ষে, এরদোগান যখন প্রথম প্রকল্পটি চালু করেছিলেন, তখন লোকেরা “প্রত্যাশা করেছিল যে এটি তুরস্কের প্রত্যেকের জন্য সাশ্রয়ী একটি গাড়ি হবে৷ গাড়িগুলি আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *