আত্মীয়তার বন্ধন মেরামত করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. সম্পর্ক ও আত্মীয়তার বন্ধন মেরামত করুন। আপনি যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছে পৌঁছান। উদার হোন এবং যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের কাছে এটি প্রসারিত করুন। আপনি শান্তিতে থাকবেন। বোঝা হালকা হবে এবং আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে পারেন। আপনার জীবনে অগণিত আশীর্বাদের জন্য সর্বশক্তিমানকে বিশ্বাস করুন।

দুই. আপনি কখনো যদি জীবনের লক্ষ্য হারিয়ে যাওয়ার বিষয় অনুভব করেন অথবা আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন, তবে যিনি আপনাকে গর্ভে সৃষ্টি করেছিলেন তাঁর সাথে যোগাযোগ বজায় রাখুন। তিনি আপনার স্রষ্টা। আপনি এর উত্তর পেয়ে যাবেন।

তিন. আপনার কথা এবং কাজ সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন। আপনি যদি অন্যকে খারাপভাবে আঘাত করেন, বাহ্যিকভাবে পরে ভালো হয়ে গেলেও এটি সর্বদা তাদের মনের পিছনে থাকবে।

পূনশ্চঃ

এক. এমন একটি বিশ্বে কীভাবে ইতিবাচক থাকবেন যেখানে অন্ধকার একেবারে ছেয়ে আছে? আসুন আগে এটা স্বীকার করি। যদিও এটা অনেক সময় কঠিন হতে পারে। কিন্তু মূল কথা হল: আপনার যা আছে তার জন্য আপনাকে সর্বদা সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে হবে এবং আপনার সমস্ত প্রয়োজনের জন্য তাঁকে বিশ্বাস করতে হবে। তিনি কি করতে পারেন তা নিয়ে কখনও সন্দেহ করবেন না।

দুই. আপনি এলোমেলো যাত্রা করে একবারে শীর্ষে উঠার আশা করতে পারেন না। আপনি এই মুহূর্তে যা করছেন তা পছন্দ নাও হতে পারে, তবে আপনার এই সংগ্রাম আপনাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করছে। আপনার পথে আসা পরীক্ষাকে আলিঙ্গন করুন। আপনার পথপ্রদর্শক ও অভিভাবক হতে সর্বশক্তিমানে আস্থা স্থাপন করুন।

তিন. সর্বশক্তিমান হলেন পরম করুণাময়। এমনকি যখন আমাদের বিশ্বাস দুর্বল হয় বা আস্থায় ঘাটতি দেখা দেয় তখনও তিনি আমাদের আশীর্বাদ করতে থাকেন। প্রতিকূলতার মধ্যেও তিনি আমাদের প্রতি পক্ষপাত অব্যাহত রেখেছেন। তিনি যতদিন ইচ্ছা তা করতে থাকবেন। তিনিই সর্বশক্তিমান। আপনাকে তাঁকেই বিশ্বাস করতে হবে।

চার. আপনি যখন কঠোর সুরে কঠোর শব্দগুলিকে উচ্চারণ করবেন তখন সতর্ক থাকুন। এই আঘাত আপনার কল্পনার চেয়ে গভীরে বিদ্ধ হতে পারে। আপনি সম্ভবত ভাবছেন একটি সহজ ‘দুঃখিত’ বলে এর নিরাময় করতে পারবেন। কিন্তু আবার ভাবুন। শব্দ গভীর দাগ রেখে যেতে পারে। কিছু দাগ অন্যগুলোর চেয়ে বেশি স্থায়ী হয়।

পাঁচ. কষ্টের একটা কারণ আছে। এটি আপনার হৃদয়কে নরম করবে। এটি আপনাকে সর্বশক্তিমানের আরও কাছাকাছি পৌঁছে দেবে। এটি আপনাকে তাঁর ঐশ্বরিক সুবুদ্ধি প্রত্যক্ষ করাবে। কষ্টকে আলিঙ্গন করুন।

ছয়. সর্বশক্তিমান যখন ‘না’ বলেন, আমাদের লক্ষ্যের মধ্যে তা রাখা আর উচিত নয়। তিনি আমাদের কষ্ট ও দুর্ভোগ থেকে রক্ষা করছেন। তাঁর গোপন কৃপার উপর আস্থা রাখুন।

সাত. এটি একটি দুঃখজনক সত্য। আমরা অপরাধী। সর্বশক্তিমান যতক্ষণ না আমাদের কাছ থেকে সেগুলো সরিয়ে নিয়ে না যান ততক্ষণ আমরা আমাদের প্রতি যে রহমত ও কৃপা ছিল তার জন্য প্রশংসা করি না। অনেক বেশি দেরি হওয়ার আগেই জেগে উঠুন।

আট. আপনি যদি এখন খুব কঠিন সময় পার করে থাকেন তবে আপনার আগের চেয়ে এখন তাঁর আরও বেশি প্রয়োজন। অন্য লোকেরা আপনার জন্য সবকিছু ঠিক করে দেবে এমন আশা করবেন না। তাঁর কাছে স্বাচ্ছন্দ্য ও দিকনির্দেশনা চান।

দ্রষ্টব্য:

হে মানুষ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে? তিনি তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক দান করেন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। (সূরা ফাতির:৩)

আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয়, সে তো কেবল নিজ কল্যানের জন্যই কৃতজ্ঞ হয়। আর যে অকৃতজ্ঞ হয়, (তার স্মরণ রাখা উচিত) আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। (সুরা লোকমান:১২)

তোমরা আমাকে স্মরণ করো। আমি তোমাদের স্মরণ করব। আর আমার শোকর আদায় করো। আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো না। (সূরা বাকারা:১৫২)

হজরত আব্দুল্লাহ বিন গান্নাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সা.বলেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে একথা বলে যে, ‘হে আল্লাহ! আমি সব কল্যাণ তোমার পক্ষ থেকেই লাভ করেছি। তোমার কোনো অংশীদার নেই। সব প্রশংসা এবং কৃতজ্ঞতা তোমারই জন্য (এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে); যেন সে সারাদিনের কৃতজ্ঞতা জ্ঞাপনের দায়িত্ব পালন করল। আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া করে সেও তার রাতের কৃতজ্ঞতা জ্ঞাপনও সম্পন্ন করল।’ (আবু দাউদ)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *