অন্যের মিথ্যা গুজবে কিছু মনে করবেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. পরীক্ষা ছাড়া জীবন নেই। ধৈর্য ছাড়া কোন সফলতা নেই। তাই আপনার পরীক্ষা যত কঠিন হবে, তত বেশি আশাবাদী হওয়া উচিত এ কারণে যে সর্বশক্তিমান সাহায্য আপনার নিকটবর্তী।

দুই. অনুতপ্ত হতে থাকুন যাতে আপনাকে হতাশা ও উদ্বেগের অনুভূতি নিয়ে চলতে না হয়। আপনার হৃদয়-মনকে হালকা করুন। সর্বশক্তিমান আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন।

তিন. অযথা বিতর্কে আপনার সময় নষ্ট করবেন না। বিশেষত যারা ঔদ্ধত্য ধরনের তাদের সাথে। আপনি কী বললেন বা কী করলেন তা তার কাছে কোনো বিবেচ্য হবে না, সহজ কথাটি হলো তারা সত্যকে গ্রহণ করবে না।

চার. অন্যরা আপনাকে হেয় করলে অথবা মিথ্যা গুজব ছড়িয়ে দিলে তাতে কিছু মনে করবেন না। আপনার সম্পর্কে কারো অযাচিত কথাকে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না। যিনি গুরুত্বপূর্ণ সেই মহাপ্রভুকে সন্তুষ্ট করার প্রতি মনোনিবেশ করুন।

পূনশ্চঃ

এক. আপনার অতীত চিন্তায় আপনার ভবিষ্যতকে আটকাতে দেবেন না। আপনি যতই খারাপ কিছু হয়েছে মনে করেন না কেন, অনুতপ্ত হন এবং সামনে এগিয়ে যান। সর্বশক্তিমান সর্বদা আপনাকে সরল পথে পরিচালিত করার জন্য অপেক্ষা করছেন। তাঁর সাথে শান্তি স্থাপন করুন। তাঁর পাঠানো বইয়ে মনোযোগ দিন। দেরি করবেন না। আগামীকাল নিশ্চিত পাবার প্রতিশ্রুতি কাউকে দেওয়া হয় না।

দুই. সর্বশক্তিমানের বিষয়ে তাড়াহুড়ো করবেন না। তাঁর যা করার প্রয়োজন তা করতে দিন। খুব তাড়াহুড়া করতে গিয়ে আপনার আশির্বাদ পাওয়াটাকে অবরুদ্ধ করবেন না। কখনও কখনও অপেক্ষা দীর্ঘ হতে পারে। কিন্তু কোন কিছুই উত্তরহীন হয় না! তাঁর সময়ের উপর আস্থা রাখুন। অপেক্ষা করার সময় ভালো ধৈর্য ধারণ করুন। বড় কোন কিছু পেতে সময় লাগে!

তিন. নিজের যত্ন নেওয়ার মধ্যে স্বার্থপরতার কিছু নেই। আপনাকে অন্যরকম কাউকে বলতে দেবেন না। যারা আপনার শক্তি নিঃশেষ করেন তাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন, যারা অবিচ্ছিন্নভাবে তর্ক ও সমালোচনা ইত্যাদি করতে চান তাদের কাছ থেকে নিজেকে সংরক্ষণ করুন। কখনও কখনও নিজের মানসিক সুস্থতা ও শান্তি বজায় রাখার জন্য আপনাকে এটি করতে হবে।

চার. চ্যালেঞ্জের মুখোমুখি হলে আপনার সেরাটা করুন। ধৈর্য ধরুন এবং আপনার সর্বোত্তমটি দিন। যখন আপনি মনে করেন যে আপনার সম্পদ এবং ক্ষমতা নিঃশেষ করে ফেলেছেন, তখনই মনে করুন সর্বশক্তিমানের সাহায্য কাছাকাছি। স্বস্তিকর সময়ের জন্য অপেক্ষা করুন।

পাঁচ. এটাই জীবন। কেউ কেউ আপনার সম্পর্কে খারাপ খবর যখন শুনবে তখনই তারা কথা বলা শুরু করবে। তারা আপনার ভাল কাজগুলিকে উপেক্ষা করে এবং কিছু যাচাই না করেই তারা যা শোনে তা ছড়িয়ে দিয়ে ‘গুলি ছোড়ার’ সুখে শিহরিত হয়। তাদের যা ইচ্ছা তাই করতে দিন। সর্বশক্তিমান সব জানেন।

ছয়. সর্বশক্তিমান। আপনি আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন তাতেই আমরা আপনার কাছে মনের শান্তি ও সন্তুষ্টি চাই। আপনি সবকিছুর নিয়ন্ত্রণে আছেন জেনে, সম্পূর্ণ ধৈর্য সহকারে আমাদের এর মধ্য দিয়ে যেতে দিন। আমাদেরকে সর্বোত্তম আচার-ব্যবহারের মধ্য দিয়ে পরিচালিত করুন, আমাদের কাছ থেকে যা খারাপ তা দূর করুন, আমাদের সমস্ত পাপ ক্ষমা করুন এবং আমাদের অন্তরকে পবিত্র করুন। আমীন।

সাত. যখন খারাপ কোনো কিছু ঘটে যায় তখন নিজেকে জিজ্ঞাসা করুন, ‘এটি থেকে আমার কী শিখতে হবে?’ পাঠ খুঁজুন, বুঝতে চেষ্টা করুন। শক্তি পাওয়ার জন্য সর্বশক্তিমানের দিকে তাকান। আর আপনি যেভাবে চান সেভাবে সব কিছুই হবে তা আশা করবেন না। ধৈর্য ধরতে শিখুন। আপনার কাছে যা কিছু আছে তার প্রশংসা করুন এবং সর্বদা সর্বশক্তিমানকে ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা জানান।

আট. কষ্ট, বেদনা, চাপ এবং উদ্বেগ যার মুখোমুখি আপনি হচ্ছেন সে সম্পর্কে অভিযোগ করবেন না। আপনি যার মধ্য দিয়ে যাচ্ছেন তার সব কিছুই সর্বশক্তিমান জানেন। তিনি সেই অনুসারে আপনাকে পুরস্কৃত করবেন।

দ্রষ্টব্যঃ

নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ হতে একটি উজ্জল নূর (জ্যোতি) ও একটি স্পষ্ট কিতাব এসেছে। তা দিয়ে আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন, যারা তাঁর সন্তুষ্টির অম্বেষণ করে এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল-সঠিক পথের দিকে পরিচালিত করেন।(সূরা আল-মায়িদাহ : ১৫-১৬)

সুতরাং আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে প্রশস্ত করে দেন, এবং যাকে পথভ্রষ্ট করতে চান, তার বক্ষকে সঙ্গীর্ণ-সঙ্কুচিত করে দেন, যেন সে আকাশের মধ্যে আরোহণ করছে, এইভাবেই যারা ইমান আনে না তাদেরকে আল্লাহ অপবিত্র রাখেন। আর এই পথ হল তোমার রবের সরল পথ; আমি আয়াত সমূহ বিশদভাবে বর্ণনা করেছি সেইসব লোকদের জন্য যারা উপদেশ গ্রহন করে। তাদের জন্যেই তাদের রবের নিকটে রয়েছে শান্তির আবাস এবং তিনি তাদের অভিভাবক, তাদের আমলের (কর্মের) কারণে। (আল-আন‘আম :১২৫-১২৭)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *