হামাসের হামলার বিষয়ে প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করে পরে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

হামাসের ৭ অক্টোবরের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনী ও দেশীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের হামলার বিষয়ে নিরাপত্তা প্রধানেরা তাকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন, তবে সমালোচনার মুখে সেই মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু নিরাপত্তা প্রধানদের সমালোচনা করে লিখেছিলেন, কখনো কোনো পর্যায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাসের হামলার পরিকল্পনার বিষয়ে সতর্ক করা হয়নি। বিপরীতে সেনা, গোয়েন্দা প্রধানসহ সব নিরাপত্তা কর্মকর্তা এবং শিন বেতের প্রধান বলেছিলেন, হামাসকে থামিয়ে দেওয়া হয়েছে এবং তারা সমাধানে আসতে আগ্রহী।

নেতানিয়াহুর যুদ্ধকালের মন্ত্রিসভায় থাকা সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জ বলেন, আমরা যখন যুদ্ধে, তখন নেতৃত্বকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তাকে সঠিক কাজ করতে হবে, বাহিনীর শক্তি ও মনোবল বাড়াতে কাজ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লেপিদ বলেছেন, নেতানিয়াহু ‘সীমা লঙ্ঘন’ করেছেন এবং সেনাবাহিনীকে খাটো করেছেন।

এভাবে প্রতিক্রিয়া আসা শুরু হলে নেতানিয়াহু এক্স হ্যান্ডেল থেকে তার পোস্ট মুছে দেন। তিনি পরে নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি নিশ্চয়তা দেন, নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের প্রতি তার ‘পূর্ণ সমর্থন’ থাকবে। নেতানিয়াহু লেখেন, ‘আমি যা বলেছি, তা বলা ঠিক হয়নি। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সব নিরাপত্তা সংস্থার প্রধানদের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। একসঙ্গে আমরা জয়ী হব।’ সুত্র: আল জাজিরা ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *