স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান আমীর জামায়াত ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নিপীড়নমূলক মামলায় জেলে আছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে জামায়াত। রাজধানী ঢাকা-সহ দেশের প্রায় প্রতিটি শহর ও নগরে বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।

এদিকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ঘোষণার একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আমীর জামায়াত লিখেছেন, সব নেতা মুক্তি পেলেও বৈষম্য ও জুলুমের শিকার হয়ে এ টি এম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন। এর প্রতিবাদে আগামী ২৫শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার জন্য আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকবেন তিনি।

“তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো,” ফেসবুকে লিখেছেন ডা. শফিকুর রহমান।

তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন আমীর জামায়াত।

ষড়যন্ত্রমূলক মামলায় ২০১২ সালের ২২শে অগাস্ট গ্রেপ্তার হন এ টি এম আজহারুল ইসলাম। ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারের সময় তিনি জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।

এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারিতে আপিল করলে মৃত্যুদণ্ডের রায়ই বহাল থাকে। পরে আপিলের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন তিনি। বৃহস্পতিবার এই পুনর্বিবেচনার আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। কিন্তু শুনানি হয়নি। এরপরই জামায়াতে ইসলামীর আমির ফেসবুকে ওই স্ট্যাটাস দেন।

এদিকে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঐতিহাসিক পল্টন মোড়ে জামায়াতের ঢাকা মহানগর কর্তৃক এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকেই মুক্তি পেয়েছেন, এতে আমরা আনন্দিত। কিন্তু কেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়নি কেন? প্রশ্ন রেখে আমীরে জামায়াত বলেন, আমার চেয়েছি অন্তবর্তীকালীন সরকার বৈষম্যহীনের উদাহরণ সৃষ্টি করবে। কিন্তু কাউকে মুক্তি দিবে আর কাউকে মুক্তি দিবে না, সরকারের এমন কর্মকান্ডে জাতি আশাহত হয়েছে।

ডা. শফিকুর রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় জামায়াতে ইসলামী রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চলমান রাখবে এবং আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের জুলুম ধরে রাখা যাবে না। সকল জুলুমের অবসান করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে আমীরে জামায়াত ডা. শফিকুর রমহানের নেতৃত্বে কয়েক লাখ নেতাকর্মী পল্টন মোড় থেকে শুরু করে শাহবাগে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *