জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দেখবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা সম্পর্কে সংবাদ সম্মেলনে জানান তিনি। শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব ছিল, কিন্তু এখন স্পিকারের পদটি শূন্য।
আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কাজগুলো কারা করবে সে প্রশ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি দেখবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বক্তব্য দেন। – ইউএনবি, ভিওএ