দেশের পূর্বাঞ্চলে প্রলয়ংকরী বন্যা পরবর্তী সময়ে ‘একিপ ফাউন্ডেশন’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের ঘর সংস্কারের জন্য টিনের চাল প্রদান করা হয়। ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী খালেদ আশরাফী ও ভার্সডসফট লিঃ এর যৌথ উদ্যোগে এ ডোনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শনিবার (১৬ নভেম্বর) লক্ষ্মীপুর জেলার যাদৈয়া গ্রামে।
ডোনেশন প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, ভার্সডসফট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, শিক্ষাবিদ ও সমাজসেবক ফাহিম ফয়সাল। এতে আরও উপস্থিত ছিলেন একিপ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ নাইমুর রহমান, সমাজসেবক শাহ আলম মাস্টার ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিশিষ্ট সমাজসেবকবৃন্দ।

এসময় সংগীতশিল্পী ও একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম ফয়সাল বলেন, আমি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। মানুষের কল্যাণে কাজ করার মধ্যে অসীম আনন্দ আছে। আমি বিভিন্ন সময়ে অসহায় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে। যথাসাধ্য চেষ্টা করেছি। আগে ব্যক্তিগতভাবে এই দাতব্য কাজগুলো করতাম, এখন প্রাতিষ্ঠানিকভাবে করছি। বড় পরিসরে সমাজের সুবিধাবঞ্চিতদের উন্নয়নে আরো কাজ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত ডোনারদের। উনাদের সাপোর্টে আমরা মানুষের পাশে দাঁড়ানোর উৎসাহ এবং সাহস পাই। আশাকরি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমাদের সম্মানিত ডোনাররা তাদের সাহায্যের হাত সবসময় সচল রাখবেন।